মেয়র পদে ৪, কাউন্সিলর পদে ৪৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

0
আজিজ খান, গোলাপগঞ্জ(সিলেট) প্রতিনিধি:  আসন্ন ৩০ জানুয়ারী পৌর নির্বাচনে তৃতীয় ধাপে গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী রুহেল আহমদ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী, সমর্থক, জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দদের সাথে নিয়ে উপজেলা নির্বাচন কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তা সাইদুর রহমানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।  এ সময় এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. ইকবাল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক রফিক আহমদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, জেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ মিছবাহ উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সংস্কৃতি বিষয়ক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খায়রুল হক, আওয়ামীলীগ নেতা সেলিম আহমদ, আলিম উদ্দিন বাবলু, নাজিমুল হক লস্কর, মাজেদ শরিফ চৌধুরী, কামরান আহমদসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে দুপুর ১২টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একক প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী, সমর্থক, জেলা ও উপজেলা নেতৃবৃন্দ নিয়ে উপজেলা নির্বাচন কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তা সাইদুর রহমানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। দুপুর ১টার দিকে আ'লীগের সাবেক মেয়র বর্তমানে স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া হোসেন পাপলু  বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে মনোনয়ন পত্র দাখিল করেন। এর আগের দিন বুধবার দুপুরে আ'লীগের আরেক স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র আমিনুল ইসলাম রাবেল তাঁর ৯টি ওয়ার্ডের অধিক সংখ্যক মুরব্বিয়ান, বিশাল কর্মী-সমর্থকদের নিয়ে  উপজেলা নির্বাচন অফিসার সাইদুর রহমানের কাছে এ মনোনয়নপত্র দাখিল করেন । মনোনয়নপত্র দাখিলের পর আওয়ামী লীগের মেয়র প্রার্থী রুহেল আহমদ অনুভূতি ব্যক্ত করে বলেন, বাংলাদেশকে বিশ্ব দরবারে উন্নয়নের রোড মডেল হিসেবে উপস্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি নির্বাচিত হলে গোলাপগঞ্জ পৌরসভাকে উন্নয়নের রোড মডেল হিসেবে উপস্থাপন করবো। সর্বোপরি মাদক ও দুর্নীতিমুক্ত গোলাপগঞ্জ পৌরসভা বির্নিমানে কাজ করবো। অন্যদিকে, সকাল থেকেই সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা নিজ নিজ কর্মী-সমর্থক নিয়ে মনোনয়নপত্র দাখিল করছেন। উপজেলা নির্বাচন কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তা সাইদুর রহমান জানান, পৌরসভার ৯ টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে সর্বমোট ৪৭ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা করেছেন। ঘোষিত তফসিল অনুযাযী, মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র জমাকারী প্রার্থীদের মনোনয়নপত্র আগামী ৩ জানুয়ারী যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১০ জানুয়ারী, প্রার্থীদৈর প্রতিক বরাদ্দ করা হবে ১১ জানুয়ারী এবং পৌরসভায় ভোটগ্রহণ ৩০ জানুয়ারী।

গোলাপগঞ্জ থেকে ২০১ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

0
আজিজ খান, গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জের হিলালপুর এলাকা থেকে ২০১বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রির নগদ ৪৩শ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। গ্রফতারকৃত ব্যক্তির নাম তাজুল ইসলাম(৪০)। তিনি সিলেটের জকিগঞ্জ থানার পিল্লাকান্দি গ্রামের ফখর উদ্দিনের ছেলে । বুধবার গভীর রাতে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হিলালপুর আবাসিক এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়।  অভিযানটি র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর কমান্ডিং অফিসার লে.কর্ণেল আবু মুসা মো. শরীফুল ইসলাম,পিএসসি, এএসসি এর নেতৃত্বে এএসপি এ,কে,এম কামরুজ্জামানের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে করেন র‌্যাব-৯এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন বলেন, জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদক আইনে মামলা দায়ের করে সংশিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে

গোলাপগঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে পিএফজির ফল বিতরণ

0
আজিজ খান, সিলেট, গোলাপগঞ্জ প্রতিনিধি:  বিজয়ের মাসে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে ফল বিতরণ করেছে পিস ফ্যাসিলেটেটর গ্রুপ(পিএফজি)। গোলাপগঞ্জ উপজেলা পরিষদের অভ্যন্তরে প্রতিষ্ঠিত লিটল স্টার (প্রতিবন্ধী) স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ফল বিতরণ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পিএফজির সরকার দলীয় প্রতিনিধি পৌর কাউন্সিলর এম ফজলুল আলমের সভাপতিত্বে ও পিএফজির সমন্বয়কারী গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদের পরিচালনায় অনুষ্ঠিত ফল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ নুরুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিসংখ্যান অফিসার ও লিটল স্টার প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আজিজুল ইসলাম। বক্তব্য রাখেন পিএফজির বিএনপির প্রতিনিধি হাজী আব্দুল জলিল সেলিম, ছালিক আহমদ, আওয়ালীগ প্রতিনিধি কামাল আহমদ, জাতীয় পাটি প্রতিনিধি আব্দুল করিম পাখি, জাসদ প্রতিনিধি মোহাম্মদ তাজ উদ্দিন, সমাজসেবী জাকির হোসেন বুলবুল, এনজিও প্রতিনিধি আতিকুল ইসলাম, পিএফজির মহিলা প্রতিনিধি পৌর কাউন্সিলর মনোয়ারা ফেরদৌস, দিলারা বেগম, অভিভাবক আব্দুল কাদির খান, সাংবাদিক শাহ আলম প্রমুখ। এসময় স্বাগত বক্তব্য রাখেন পিএফজির বিভাগীয় সমন্বয়কারী হাফিজুল ইসলাম নোমান।

দক্ষিণ রায়গড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিজয় দিবস পালিত

0
আজিজ খান,  গোলাপগঞ্জ প্রতিনিধি : দক্ষিণ রায়গড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস পালন করা হয়। বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ১১ টায় বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নিয়তী রানী চন্দের সভাপতিত্বে মুক্তিযুদ্ধে নিহত সকল শহিদের স্মরণে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকাদক্ষিন ইউপির ৫নং ওয়ার্ড সদস্য সেলিম আহমদ। তিনি বলেন, বহু ত্যাগ ও বঙ্গবন্ধুর নেতৃত্বে এবং ৩০ লক্ষ শহিদের রক্তের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতা রক্ষা করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান । শুধু তাই নয়, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বের বিভিন্ন দিকও তুলে ধরেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য সাংবাদিক আজিজ খান, জয়নাল আহমদ, সহকারি শিক্ষিকা অনিতা রানী রায়, সাবিত্রী রানী রায়, সদস্য শায়লা বেগম, শিপন বেগম, সাংবাদিক জাবেদ আহমদ। পরিশেষে মহান মুক্তিযুদ্ধে যাদের আত্মত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ তাদের আত্মার শান্তি কামনা করা হয় দোয়া মাহফিলে। পরে মিলাদ মাহফিলে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন দক্ষিন রায়গড় জামে মসজিদের ঈমাম ও খতিব মসওলানা বুরহান উদ্দিন।

যথাযোগ্য মর্যাদায় গোলাপগঞ্জে বিজয় দিবস পালিত

0
আজিজ খান, গোলাপগঞ্জ(সিলেট) প্রতিনিধি: গোলাপগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে। গত বুধবার সূর্য্যধ্বয়ের সাথে সাথে তোপধ্বনির মধ্যদিয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থিত বীর...

গোলাপগঞ্জে পৃথক অভিযানে গাঁজা ও মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

0
আজিজ খান,গোলাপগঞ্জ প্রতিনিধি:  গোলাপগঞ্জে থেকে জেলা গোয়েন্দা পুলিশ ও গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে দুই মাদক ব্যবসাযী গ্রেফতার। গত রবিবার (১৩ ডিসেম্বর) রাত ১১টা ৩০মিনিটের সময় অফিসার ইনচার্জ, মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী এর দিক নির্দেশনায় এসআই (নিরস্ত্র) মোঃ মামুনুর রশীদ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ গোলাপগঞ্জ থানার ২নং সদর ইউনিয়নের পূর্ব ফাজিলপুর গ্রামের রাস্তা থেকে সোহেল আহমদ (৪৩) কে ০৬ বোতল অফিসার চয়েজ মদসহ গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃত সোহেল আহমদ(৪৩) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পূর্ব ফাজিলপুর গ্রামের মৃত তৈয়ব আলী ছেলে । গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানা বাদী হয়ে মাদক আইনে (মামলা নং-০৮, তারিখ-১৪/১২/২০খ্রিঃ) মামলা করা হয় এবং পরে উক্ত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এদিকে অন্য অভিযানে, একই দিন দুপুরে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের মোল্লার গ্রাম বিবিসি ব্রিকফিল্ডের পাশ থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ হৃদয় মিয়া (২০) নামের অপর মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ৷ গ্রেফতারকৃত হৃদয় মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার চুন্টা বড়াল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। সে গোলাপগঞ্জ উপজেলার বিবিসি ব্রিকফিল্ডের একজন শ্রমিক। কাজের ফাঁকে সে সিলেট জেলার বিভিন্ন এলাকা থেকে মাদক এনে বিক্রি করে আসছে বলে পুলিশ জানায়। পুলিশ সূত্রে জানা যায়, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর দিক নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখা দক্ষিণ জোনের অফিসার ইনচার্জ আশীষ কুমার মৈত্র এর নেতৃত্বে একটি দল উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের মোল্লার গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এসময় বিবিসি ব্রিকফিল্ডের নিকট হতে মাদক ব্যবসায়ী হৃদয় মিয়াকে ৫০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করে। এঘটনায় জেলা গোয়েন্দা শাখা দক্ষিণ জোনের এসআই কল্লোল গোস্বামী বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা রুজু করেছেন। এ ব্যাপারে সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) লুৎফর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অব্যাহত থাকবে। পাশাপাশি গোয়েন্দা সংস্থার বিশেষ নজরদারি চলমান আছে।

করোনা আক্রান্ত গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান এড. ইকবাল চৌধুরী

0
আজিজ খান,গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত রোববার (১৩ ডিসেম্বর) রাতে নমুনা পরীক্ষায় তাঁর রিপোর্ট করোনা পজেটিভ আসে। এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর ছোট ভাই মঞ্জুর শাফি চৌধুরী এলিম বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে বাসায় চিকিৎসকের পরামর্শে আইসোলেশনে রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তী করা হতে পারে। এদিকে বর্ষীয়ান এই রাজনীতিবীদের সুস্থতা কামনা করে তাঁর পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চেয়েছেন ।

সাবেক শিক্ষামন্ত্রীর সু¯’তা কামনায় ঢাকাদক্ষিণ ইউপি আ’ লীগের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

0
আজিজ খান,গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে করোনায় আক্রান্ত সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপির সু¯'তায় দেয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল...

গোলাপগঞ্জে ব্যাবসায়ীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

0
আজিজ খান, গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে বিশিষ্ট ব্যবসায়ী কাওছার আহমদের উপর হামলার প্রতিবাদে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও  হামলার কাজে...

সিলেটে গৃহবধূ তামান্না হত্যার প্রতিবাদে গোলাপগঞ্জে পরিবহন শ্রমিকদের মানববন্ধন

0
আজিজ খান, গোলাপগঞ্জ(সিলেট) প্রতিনিধি: সিলেট নগরীর উত্তর কাজীটুলায় স্বামীর হাতে খুন হওয়া গৃহবধূ তামান্না হত্যার প্রতিবাদে ও হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গোলাপগঞ্জে সর্বস্তরের  পরিবহন শ্রমিকদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকাল ১১টায় উপজেলার পৌর শহরের চৌমুহনীতে  এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গোলাপগঞ্জ মাইক্রোবাস শাখার  সভাপতি মোঃ লায়েক আহমদের সভাপতিত্বে ও হাফিজ ক্বারী মইনুল ইসলাম আশরাফীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগ গোলাপগঞ্জের সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম খাঁন, গোলাপগঞ্জ মাইক্রোবাস শাখার মেম্বার মোঃ মাসুম হাসনাত, গোলাপগঞ্জ বাজার বনিক সমিতির সদস্য কাওছার আহমদ, সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম । নিহতের পরিবারের পক্ষে বক্তব্য রাখেন নিহত তামান্নার মা হাফিজুন চৌধুরী,  বড় বোন পান্না বেগম। এসময় বক্তারা বলেন, তামান্না হত্যার এত দিন অতিবাহিত হয়ে গেলেও এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী তামান্না হত্যায় জড়িত প্রধান আসামী   আল মামুনকে  গ্রেফতার করতে পারেনি, তা আসলেই দুঃখজনক। বক্তারা অতিসত্বর তামান্না হত্যার মূলহোতা সহ সকল জড়িতদের গ্রেপ্তারের জোর দাবি জানান। অন্যতায় কঠিন কর্মসূচী দিতে বাধ্যহবেন বলেও হুশিয়ারি উচ্চারণ করেন তারা।

Recent Posts