গোলাপগঞ্জে গায়েন সম্প্রদায়ের মধ্যে ভ্যানগাড়ী ও মনোহারী সামগ্রী বিতরণ

0
আজিজ খান, গোলাপগঞ্জ(সিলেট)প্রতিনিধি: গোলাপগঞ্জে প্রধান মন্ত্রীর কার্যালয় কর্তৃক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন মান উন্নয়নের লক্ষে দ্বিতীয় পর্যায়ে ভ্যানগাড়ী ও মনোহারী সামগ্রী বিতরণ করা হয়েছে। অসচ্ছল গায়েন সম্প্রদায়ের বেকার যুবকদেরকে কর্মমুখী করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিদের্শনার আলোকে উপজেলা প্রকৌশল বিভাগ গতকাল বৃহস্পতিবার ১০ জনকে ১টি করে ভ্যানগাড়ী প্রদান করে। একই সময়ে পুঁজি হিসেবে তাদেরকে বিভিন্ন ধরনের মনোহারী সামগ্রী বিক্রয় করার জন্য দেয়া হয়। বিকেল ৪টায় এ উপলক্ষে গোলাপগঞ্জ পৌর এলাকার ৪নং ওয়ার্ডে স্বরসতী নওয়াটুলে এক বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় পৌর কাউন্সিলর এম ফজলুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ নুরুল হক, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি ও গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, তরুন সমাজসেবী মাহফুজুর রহমান নাজির, সালাউদ্দিন আহমদ, মাহমুদুল হাসান প্রমুখ। উল্লেখ্য যে এর পূর্বে গোলাপগঞ্জের গায়েন সম্প্রদায়ের মধ্যে সেলাই মেশিন ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

দেশের প্রতিটি উপজেলায় মুক্তিযুদ্ধের স্মৃতিকে অম্লান করে ধরে রাখতে স্মৃতি সৌধ নির্মাণ করা প্রয়োজন

0
আজিজ খান, গোলাপগঞ্জ(সিলেট) প্রতিনিধি: গোলাপগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে মুক্তিযোদ্ধের স্মৃতি সম্বলিত বীর সৌধ উদ্বোধন করলেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার দিন ব্যাপী গোলাপগঞ্জে বিভিন্ন কর্মসূচীতে তিনি অংশগ্রহণ করেন। সকাল ১১টায় বীর সৌধের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের প্রতিটি উপজেলায় মুক্তিযুদ্ধের স্মৃতিকে অম্লান করে  ধরে রাখতে স্মৃতি সৌধ নির্মাণ করা প্রয়োজন। গোলাপগঞ্জ উপজেলা প্রাঙ্গনে মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে স্মৃতি সৌধ (বীর সৌধ) নির্মাণ করায় তিনি উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন গোলাপগঞ্জকে দেশের অন্যান্য উপজেলা অনুস্মরণ করে এভাবে বীর সৌধ নির্মাণ করতে পারে। এছাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল নির্মাণের প্রশংসা করে বলেন সিলেটের মধ্যে এ ক্ষেত্রে গোলাপগঞ্জ অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণে আজ আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। আমাদের উচিৎ সকল ভেদাভেদ ভুলে গিয়ে দেশ ও জাতিকে ঐক্যবদ্ধ করতে বঙ্গবন্ধুর আদর্শকে লালন করা। একটি সুখি সমৃদ্ধ দেশ গড়ার লক্ষে সবাই নিজ নিজ অবস্থান থেকে কাজ করার জন্য জেলা প্রশাসক সবার প্রতি আহবান জানান। গোলাপগঞ্জ পৌরসভার অর্থায়নে প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত স্মৃতি সৌধ বীর সৌধের উদ্বোধন উপলক্ষে বিগত সপ্তাহ খানেক ধরে উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা কাজ করছিল। মহান বিজয় দিবসকে সামনে রেখে ১০ ডিসেম্বর বৃহস্পতিবার স্মৃতি সৌধের উদ্বোধন করবেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম এ সংবাদটি বিভিন্ন মহলে ছড়িয়ে পড়লে  সকাল ১০টা থেকেই মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিকসহ বিভিন্ন মহলের ব্যাপক সংখ্যক মানুষ উপজেলা পরিষদ প্রাঙ্গনে জড়ো হন। বীর সৌধের উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট নাগরিকদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাস, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি ও গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার শফিকুর রহমান, উপজেলা কৃষি অফিসার খায়রুল আমিন, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল,  উপজেলা শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম, মাহিলা বিষয়ক অফিসার খাদিজা খাতুন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শাহ মোহাম্মদ লুটন, পৌর কাউন্সিলর ফজলুল আলম, কাউন্সিলর জামাল আহমদ জানাল, গোলাপগঞ্জ প্রেসক্লাব সেক্রেটারী মাহফুজ আহমদ চৌধুরী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মঞ্জিল আহমদ, সেক্রেটারী আলী হোসেন, সন্তান কমান্ডের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম দস্তগীর খান ছামিন, বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী ইশতিয়াক আহমদ সুমন প্রমুখ। এছাড়া সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বৃহস্পতিবার গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ, লক্ষনাবন্দ ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন ও উন্নয়ন কার্যক্রম প্রত্যক্ষ করেন। বিকেলে গোলাপগঞ্জ সদর ইউনিয়নের চৌঘরীতে গৃহহীনদের জন্য সরকারি অর্থায়নে নির্মিত আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন।

গোলাপগঞ্জ পৌর সভার নির্বাচনে আ’লীগের ৬ মনোনয়ন প্রত্যাশীর নাম কেন্দ্রে

0
আজিজ খান,গোলাপগঞ্জ প্রতিনিধি:  গোলাপগঞ্জ পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী ৬ মনোনয়ন প্রত্যাশীর নাম কেন্দ্রে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় উপজেলা কনফারেন্স হলে পৌর আওয়ামীলীগের সভাপতি, পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রুহেল আহমদের পরিচালনায় পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী প্রার্থী যাচাই বাছাইয়ের লক্ষ্যে পৌর আওয়ামীলীগের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় আওয়ামীলীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী ৬জনের নাম কেন্দ্রে পাঠানো হয়। মনোনয়ন প্রত্যাশী ৬জন হলেন গোলাপগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি, পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক, সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু, সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রুহেল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি, পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান, পৌর আওয়ামীলীগ নেতা মাজেদ শরীফ চৌধুরী। মতবিনিময় সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক রফিক আহমদ। সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন, সাবেক নির্বাহী সদস্য এডভোকেট আজমল আলী, সৈয়দ মিসবাহ উদ্দিন, জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল বারী, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামছুল ইসলাম বাচ্ছু, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনসুর আহমদ, ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শীলা পৌর কাউন্সিলর, জহির উদ্দিন সেলিম, এম ফজলুল আলম।  এছাড়াও উপজেলা ও পৌর এবং বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপির সুস্থতায় কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

0
আজিজ খান,গোলাপগঞ্জ প্রতিনিধি : করোনায় আক্রান্ত সাবেক শিক্ষামন্ত্রী, গোলাপগঞ্জ- বিয়ানীবাজার ৬ আসনের সাংসদ নুরুল ইসলাম নাহিদ এমপির সুস্থতায় শুক্রবার(৪ ডিসেম্বর) বাদ মাগরিব দক্ষিণ রায়গড় জামে মসজিদে ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি, ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ এর সদস্য মোঃ সেলিম আহমদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন দক্ষিণ রায়গড় জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা বুরহান উদ্দিন। মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, হাফিজ ফখরুল ইসলাম, বাদশা মিয়া, গিয়াস উদ্দিন, বাবুল আহমদ, সাংবাদিক আজিজ খান, জাবেদ আহমদ, শাহরিয়ার আহমদ পাপন, শাওন আহমদ, নাইম আহমদ, আব্দুল্লা, ছায়েম আহম, রাফছান আহমদ, রাফি আহমদ, তাহের আহমদসহ মুসল্লীরা । নামাজ শেষে সাবেক শিক্ষামন্ত্রী, বর্তমান সিলেট ৬ আসনের সাংসদ নুরুল ইসলাম নাহিদ এমপিসহ দেশবাসী, বিশ্ববাসীর জন্য করোনাভাইরাস থেকে মুক্তির জন্য দোয়া করা হয়। এদিকে উপজেলার ভাদেশ^ও ইউনিয়নের মাইজভাগ জামে মসজিদে আওয়ামীলীগ নেতা রুমেল সিরাজের উদ্যোগে বাদ জুম্মা সাবেক শিক্ষামন্ত্রীর সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গোলাপগঞ্জে পুলিশ সদস্যদের বিদায়ী সংবর্ধনা ও পিঠা উৎসব অনুষ্ঠিত

0
আজিজ খান,গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ মডেল থানা থেকে বদলি হওয়া পুলিশ সদস্যদের বিদায়ী সংবর্ধনা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২ডিসেম্বর) থানা অভ্যন্তরে গোলাপগঞ্জ মডেল থানার উদ্যোগে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী সভাপতিত্বে উপ পরিদর্শক আশীষ চন্দ্র তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) রাশেদুল হক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মোঃ দেলোয়ার হোসেন। বিদায়ী অতিথি হিসেবে সম্মাননা গ্রহন করেন এসআই মোঃ জুনেদ আহমদ, এটিএসআই মোঃ আবু তাহের, এটিএসআই মোঃ হাফিজুর রহমান ও কনস্টেবল মোঃ জহিরুল ইসলাম। আলোচনা সভা পর পীঠা উৎসব জুড়ে বিভিন্ন প্রকার শীতের পিঠা খাওয়াসহ ও মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন উপ-পরিদর্শক পিন্টু সরকার, পিএসআই তন্ময় কান্তি দাস, কনস্টেবল মোঃ ফখরুল ইসলাম ও অতিথি শিল্লী উপমা তালুকদার

গোলাপগঞ্জের ক্রিকেট প্রিমিয়ার লীগের উদ্বোধন

0
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নের তুরুকভাগ কর্তৃক আয়োজিত ৫ম ক্রিকেট প্রিমিয়ার লীগের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে তুরুকভাগ বুরহান উদ্দিন রোড সংলগ্ন মাঠে গোলাপগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাছুম আহমদের সভাপতিত্বে ও সামছুল ইসলাম শিপুর পরিচালনায় এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বারাকা পতেঙ্গা পাওয়ার প্লান্টের লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর শাফি চৌধুরী এলিম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক আব্দুস সামাদ, বাঘা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইকবাল আহমদ, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুর উদ্দিন, মাওলানা কাজি আব্দুল মুকিত। শুভেচ্চা বক্তব্য রাখেন শাওন আহমদ জুবের, হুসেইন আহমদ। উপস্থিত ছিলেন ফয়ছল আহমদ, আলম আহমেদ, জান্নাত আহমদ তপু, হায়দার আহমদ রাজু, ইসলাম উদ্দিন, মিজু আহমদ, রুমন আহমদ, রামিম আহমদ প্রমুখ।

গৃহবধু তামান্না হত্যার প্রতিবাদে গোলাপগঞ্জে মানববন্ধন

0
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট নগরীর উত্তর কাজীটুলার এলাকায় স্বামীর হাতে নিহত গৃহবধূ তামান্না হত্যার প্রতিবাদে গোলাপগঞ্জে শিক্ষার্থীদের উদ্যোগে তামান্নার প্রতিষ্ঠান রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় তামান্নার নিজ শিক্ষাপ্রতিষ্ঠান রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে পরবর্তী প্রতিবাদ সভায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহিউদ্দিন জাকারিয়া চৌধুরীর সভাপতিত্বে ও প্রাক্তন শিক্ষার্থী কাসেম সামীর পরিচালনায় বক্তব্য রাখেন- প্রভাষক জাকির হোসাইন, সহকারী শিক্ষক মুরশিদ হোসেন, প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা আব্দুল হক, সমাজসেবী মুন্না চৌধুরী, প্রাক্তন শিক্ষার্থী স্বপন, মাহমুদুল হাসান প্রমুখ। এসময় পরিবারে পক্ষে উপস্থিত ছিলেন নিহতের মা হাফিজুন চৌধুরী, বড় বোন সৈয়দা পান্না বেগম, বোন সৈয়দা ঝরনা বেগম। এছাড়াও মানববন্ধনে শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

গোলাপগঞ্জে হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের কর্মবিরতি পালন

0
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন কর্মবিরতি পালন করেছে। প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মোতাবেক স্বাস্থ্য পরিদর্শক ১১তম, সহকারী স্বাস্থ পরিদর্শক ১২তম ও...

গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত

0
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচন হাওয়া বইতে শুরু করেছে। বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার পূর্বেই নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে এক বৈঠক অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় বণিক সমিতির কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান জুবেদুর রহমান চৌধুরী ফারুক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপদেষ্টা পরিষদ ও বণিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি ছিলেন পৌরসভার প্রতিনিধি পৌর প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলাল, এসময় বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির সচিব মাওলানা শামছুল হুদা,  সদস্য আবুল কাহের শোয়া মিয়া, আমিনুর রশিদ মারুফ, খায়রুল ইসলাম জাহাঙ্গীর, উপদেষ্টা পরিষদের সদস্য হাজী আব্দুল জলিল সেলিম, হাজী সজ্জাদ আলী, হাজী ফখরুল ইসলাম, মাওলানা মুমিন আহমদ শাকিল, বণিক সমিতির সভাপতি আলেকুজ্জামান আলেক, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান চৌধুরী, সদস্য আবিদুর রহমান, আফতাব আলী, হাবিবুর রহমান সেলিম, কাওছার আহমদ, মাহবুবুর রহমান, মুজিবুর রহমান মুহিব প্রমুখ। উল্লেখ্য যে, ২০১৮ সালের ১০ ফেব্রুয়ারী গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩ বছর মেয়াদী এ কমিটির মেয়াদ শীঘ্রই শেষ হচ্ছে। মেয়াদ শেষ হওয়ার পূর্বে নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে এ সভা অনুষ্টিত হলো। হালনাগাদ ভোটার তালিকা কাজ শুরু হবে বলে সভায় জানানো হয়।

গোলাপগঞ্জে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

0
গোলাপগঞ্জ প্রতিনিধি: আমাদের একা বেঁেচ থাকার সুযোগ নেই, কোন একটি এলাকায় পরিবেশ  বিপন্ন হলে এর প্রভাব শুধু আশপাশ এলাকাতেই ছড়িয়ে পড়ে না এক পর্যায়ে এক দেশের সীমানা পেরিয়ে অন্য দেশকেও আক্রান্ত করে। তাই কিছু করার আগে চিন্তা করতে হবে আমাদের কারণে অন্যের জীবন ঝুঁকির মধ্যে পড়ছে কি না। বাঁচতে হলে সবাইকে নিয়ে এক সাথেই বাঁচতে হবে। জলবায়ু ক্ষতির শিকার অঞ্চলগুলো শুধু নিজেদের কারণে আক্রান্ত হচ্ছে না প্রতিবেশী দেশের কারণে অনেক দেশে জলবায়ু সমস্যার সৃষ্টি হচ্ছে। একের জন্য অন্যের ক্ষতি হওয়ায় আজ পৃথিবীর বিভিন্ন জনপদ হুমকির মুখে। আমার গ্রাম আমার শহর এর অর্থ এই নয় যে সবগুলো গ্রাম শহর হয়ে যাবে। এর মূল অর্থ হচ্ছে গ্রামে বসে মানুষ শহরের সুবিধা লাভ করবে। গোলাপগঞ্জে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন শীর্ষক দিনব্যাপী কর্মশালায় সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আসলাম উদ্দিন প্রশিক্ষণ দান কালে উপরোক্ত কথা গুলো বলেন। গতকাল বুধবার বেলা ১০টায়  গোলাপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার মামুনুর রহমানের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স  ইনোভেশন ইউনিট কর্তৃক স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইউপি সচিব, শিক্ষক, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন পেশার লোকজন নিয়ে অনুষ্টিত কর্মশালায় শিক্ষা, স্বাস্থ্য, জলবায়ু, পানির সুষম ব্যবহার, নারীর সমতা, দক্ষ জনশক্তির সৃষ্টি,  গ্রামীণ জীবন মানের উন্নয়ন, পতিত/ অনাবাদি জমিতে ফসল উৎপাদনসহ বিভিন্ন বিষয়ে দিনব্যাপী আলোচনা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাসের উপস্থাপনায় ও উপজেলা একাডেমীক সুপার ভাইজার আব্দুল হামিদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত কর্মশালায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল প্রমুখ।

Recent Posts