আজিজ খান,  গোলাপগঞ্জ প্রতিনিধি : দক্ষিণ রায়গড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস পালন করা হয়। বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ১১ টায় বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নিয়তী রানী চন্দের সভাপতিত্বে মুক্তিযুদ্ধে নিহত সকল শহিদের স্মরণে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকাদক্ষিন ইউপির ৫নং ওয়ার্ড সদস্য সেলিম আহমদ। তিনি বলেন, বহু ত্যাগ ও বঙ্গবন্ধুর নেতৃত্বে এবং ৩০ লক্ষ শহিদের রক্তের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতা রক্ষা করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান । শুধু তাই নয়, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বের বিভিন্ন দিকও তুলে ধরেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য সাংবাদিক আজিজ খান, জয়নাল আহমদ, সহকারি শিক্ষিকা অনিতা রানী রায়, সাবিত্রী রানী রায়, সদস্য শায়লা বেগম, শিপন বেগম, সাংবাদিক জাবেদ আহমদ।

পরিশেষে মহান মুক্তিযুদ্ধে যাদের আত্মত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ তাদের আত্মার শান্তি কামনা করা হয় দোয়া মাহফিলে। পরে মিলাদ মাহফিলে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

দোয়া পরিচালনা করেন দক্ষিন রায়গড় জামে মসজিদের ঈমাম ও খতিব মসওলানা বুরহান উদ্দিন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে