আজিজ খান, গোলাপগঞ্জ(সিলেট) প্রতিনিধি:  আসন্ন ৩০ জানুয়ারী পৌর নির্বাচনে তৃতীয় ধাপে গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন।

গতকাল বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী রুহেল আহমদ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী, সমর্থক, জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দদের সাথে নিয়ে উপজেলা নির্বাচন কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তা সাইদুর রহমানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। 

এ সময় এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. ইকবাল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক রফিক আহমদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, জেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ মিছবাহ উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সংস্কৃতি বিষয়ক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খায়রুল হক, আওয়ামীলীগ নেতা সেলিম আহমদ, আলিম উদ্দিন বাবলু, নাজিমুল হক লস্কর, মাজেদ শরিফ চৌধুরী, কামরান আহমদসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে দুপুর ১২টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একক প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী, সমর্থক, জেলা ও উপজেলা নেতৃবৃন্দ নিয়ে উপজেলা নির্বাচন কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তা সাইদুর রহমানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

দুপুর ১টার দিকে আ’লীগের সাবেক মেয়র বর্তমানে স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া হোসেন পাপলু  বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে মনোনয়ন পত্র দাখিল করেন।

এর আগের দিন বুধবার দুপুরে আ’লীগের আরেক স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র আমিনুল ইসলাম রাবেল তাঁর ৯টি ওয়ার্ডের অধিক সংখ্যক মুরব্বিয়ান, বিশাল কর্মী-সমর্থকদের নিয়ে  উপজেলা নির্বাচন অফিসার সাইদুর রহমানের কাছে এ মনোনয়নপত্র দাখিল করেন ।

মনোনয়নপত্র দাখিলের পর আওয়ামী লীগের মেয়র প্রার্থী রুহেল আহমদ অনুভূতি ব্যক্ত করে বলেন, বাংলাদেশকে বিশ্ব দরবারে উন্নয়নের রোড মডেল হিসেবে উপস্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি নির্বাচিত হলে গোলাপগঞ্জ পৌরসভাকে উন্নয়নের রোড মডেল হিসেবে উপস্থাপন করবো। সর্বোপরি মাদক ও দুর্নীতিমুক্ত গোলাপগঞ্জ পৌরসভা বির্নিমানে কাজ করবো।

অন্যদিকে, সকাল থেকেই সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা নিজ নিজ কর্মী-সমর্থক নিয়ে মনোনয়নপত্র দাখিল করছেন।

উপজেলা নির্বাচন কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তা সাইদুর রহমান জানান, পৌরসভার ৯ টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে সর্বমোট ৪৭ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা করেছেন।

ঘোষিত তফসিল অনুযাযী, মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র জমাকারী প্রার্থীদের মনোনয়নপত্র আগামী ৩ জানুয়ারী যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১০ জানুয়ারী, প্রার্থীদৈর প্রতিক বরাদ্দ করা হবে ১১ জানুয়ারী এবং পৌরসভায় ভোটগ্রহণ ৩০ জানুয়ারী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে