UP-Election20151013143601-300x156

বিডি নীয়ালা নিউজ(২৯ই মে১৬) মারুফ সরকার (বিভাগীয় প্রতিনিধি, রাজশাহী):সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ইউপি নির্বাচনের প্রচার প্রচারনা জমে উঠেছে। মাইকিং পোষ্টার ও ব্যানারে ছেয়ে গেছে এলাকা। এ উপজেলার ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৬ জন ও সংরক্ষিত মহিলা আসনসহ সাধারন সদস্য পদে ৩ শতাধিক প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। চেয়ারম্যান প্রার্থীসহ অনেক মেম্বার প্রার্থী এলাকায় বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছেন । বিশেষ করে চেয়ারম্যান প্রার্থীরা পূর্বের ভুলক্রটি ক্ষমা চেয়ে ভোট চাচ্ছেন ভোটারদের কাছে । এদিকে সন্ধ্যার পর থেকে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের বাড়িতে খিচুরী,পান বিড়ি সিগারেট ও রং চা খাওয়ার হিড়িক পড়ে গেছে । তবে নির্বাচনে ভোট যুদ্ধ হবে আ’লীগ প্রাথী ও আ’লীগ বিদ্রোহী প্রাথীর মধ্যে । এমন সমালোচনা উঠছে ওই উপজেলার বিভিন্ন স্থানে । অনেকে বলছেন, চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ায় এই পরিস্থিতির সৃষ্ঠি হয়েছে। এ উপজেলার ১৪ ইউপির মধ্যে আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনসহ ৪টি দলের মনোনীত চেয়ারম্যান প্রার্থী হলেন ২৩ জন। বাকী ৪৩ জনের মধ্যে আওয়ামীলীগ বিদ্রোহী প্রাথী ১৩ জন ও বিএনপির ৩ জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। তারা স্বতন্ত প্রার্থী পরিচয়ে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আ’লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী থাকায় ৪ জুন নির্বাচনে সহিংশতার আশংকা করছেন বিশিষ্টজনেরা। অবশ্য সংশ্লিষ্ট প্রশাসন এমন মন্তব্য অস্বীকার করে বলছেন এবার ভোট হবে সুষ্ট ও নিরপেক্ষ্য। উধুনিয়া ইউনিয়নে ৪ জন চেয়ারম্যান প্রার্থী হলেন, রেজাউল করিম বাচ্চু ( নৌকা), আব্দুল হামিদ সরকার (ধানেরশীষ), আব্দুল জলিল ( মোটরসাইকেল) মোঃ শহিদুল্লাহ (আনারস)। বড়পাঙ্গাশী ইউনিয়নে ৬ জন চেয়ারম্যান প্রার্থী হলেন, মোঃ হুমায়ুন কবির লিটন (নৌকা), রেজাউল করিম (ধানের শীষ), বকুল হোসেন (লাঙ্গর্ল), আলতাব হোসেন (ঘোড়া), জামাল প্রাং (আনারস)শাহানা বেগম (চশমা),উলাপাড়া সদর ইউনিয়নে ৪ জন চেয়ারম্যান প্রার্থী হলেন আব্দুস সালেক (নৌকা), আজিজুর রহমান মানু (ধানের শীষ), আবুল কালাম আজাদ (লাঙ্গর্ল), তৈয়ব আলী (আনারস), পুর্ণিমাগাঁতী ইউনিয়নে ৫ জন চেয়ারম্যান প্রার্থী হলেন, খলিলুর রহমান ( নৌকা), বুলবুল কবির (ধানের শীষ), রাশেদুল হাসান রাশেদ (ঘোড়া)আলাউদ্দিন আল আজাদ (আনারস)শফিউল আলম (মোটরসাইকেল),সলপ ইউনিয়নে ৪ জন চেয়ারম্যান প্রার্থী হলেন, শওকত ওসমান (নৌকা), নুরুল ইসলাম (ধানের শীষ), মোজাম্মেল হক (আনারস),নুর মোহাম্মদ (মোটর সাইকেল),দুর্গানগর ইউনিয়নে ৬ জন চেয়ারম্যান প্রার্থী হলেন, আফছার আলী (নৌকা), সেলিম রেজা (ধানের শীষ), আল আমিন (হাত পাখা)আশরাফুল আলম (আনারস)আব্দুস সামাদ (মোটরসাইকেল) ইস্তেগফার হোসেন (ঘোড়া),বড়হর ইউনিয়নে ৫ জন চেয়ারম্যান প্রার্থী হলেন, জহুরুল হাসান নান্নু (নৌকা), আলমগীর হোসেন (ধানের শীষ) শফিকুল ইসলাম (ঘোড়া)বুলবুল হোসেন (আনারস),মানছুর রহমান (হাতপাখা),পঞ্চক্রোশী ইউনিয়নে ৪ জন চেয়ারম্যান প্রার্থী হলেন, ফিরোজ উদ্দিন ( নৌকা), জাহিদুল ইসলাম মিস্টার (ধানের শীষ) জহুরুল ইসলাম (আনারস),মামুন সরকার (তারা), সলঙ্গা ইউনিয়নে ৩ জন হলেন আকমাল হোসেন বাদশা (নৌকা), মতিয়ার রহমান সরকার (ধানের শীষ), শফিক কামাল(মোটর সাইকেল), হাটিকুমরুল ইউনিয়নে ২ জন চেয়ারম্যান প্রার্থী হলেন, হেদায়েতুল আলম (নৌকা), গোলাম আম্বিয়া (ধানের শীষ)। বাঙ্গালা ইউনিয়নে ৬ জন চেয়ারম্যান প্রার্থী হলেন, সোহেল রানা (নৌকা), রফিকুল ইসলাম (ধানের শীষ), ইউনুস আলী (ঘোড়া)আব্দুর রাজ্জাক (আনারস)হুমায়ুন কবির (চশমা)শহিদুল ইসলাম(মোটর সাইকেল),রামকৃষপুর ইউনিয়নে ৪ জন চেয়ারম্যান প্রার্থী হলেন, রফিকুল ইসলাম হিরো (নৌকা), আবু বক্কার (ধানের শীষ), আলতাব হোসেন (আনারস)আমিরুল ইসলাম (চশমা),মোহনপুর ইউনিয়নে ৭ জন চেয়ারম্যান প্রার্থী হলেন, মির্জা ইন্তেজার খালিদ শক্তি (নৌকা), শাহজাহান আলী (ধানেরে শীষ), জাহাঙ্গীর আলম (হাত পাখা), সোহেল রানা (লাঙ্গর্ল), হেলাল উদ্দিন (মোটর সাইকেল),আবুল কালাম আজাদ (আনারস)মোতালেব হোসেন (ঘোড়া),কয়ড়া ইউনিয়নে ৬ জন চেয়ারম্যান প্রার্থী হলেন, হেলাল উদ্দিন (নৌকা), নুরে আলম জুয়েল (ধানের শীষ), মোবারক হোসেন (ঘোড়া)রশিদুল হাসান (চশমা),ওসমান গনি (আনারস) ও গাজী খোরশেদ আলম (মোটর সাইকেল)এর মধ্যে উধুনিয়া ইউনিয়নে আব্দুল জলিল, বড়পাঙ্গাসী ইউনিয়নে আলতাব হোসেন, পুণির্মাগাঁতী ইউনিয়নে রাশেদুল হাসান রাশেদ, সলপের মোজাম্মেল হক, দুর্গানগরে আব্দুস সামাদ, সলঙ্গায় শফিক আলম,বাঙ্গালার ইউনুস আলী নসু, রামকৃষপুরের আলতাব হোসেন, কয়ড়ার গাজী খোরশেদ আলম, মোহনপুরের আবুল কালাম আজাদ আওয়ামীলীগ রাজনীতিতে এবং বাঙ্গালার শহিদুল ইসলাম,পুণির্মাগাতীর শফিউল আলম বিএনপির রাজনীতিতে সক্রীয়ভাবে জড়িত রয়েছেন। এ সর্ম্পকে স্থানীয় আ’লীগ নেতৃবৃন্দ বলছেন, য়ারা দলীয় সিন্ধান্তের বাইরে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করছেনত, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে