13333010_1311800548847281_1031291344434193424_n

বিডি নীয়ালা নিউজ(২৯ই মে১৬)- স্টাফ রিপোর্টারঃ  ২৮ মে ২০১৬ শনিবার বিকেল ৫টায় কবি অর্ণব আশিকের সভাপতিত্বে, কবি ও অভিনেতা এ বি এম সোহেল রশিদের উপাস্থপনায় বিশ্বসাহিত্য কেন্দ্রে বাংলাদেশ লেখক পরিষদের মুখপত্র ‘পঙ্ক্তি’র অকালপ্রয়াত কবি ও ছড়াকার এমরুল হোসাইন স্মরণ সংখ্যার প্রকাশ ও কবিতা পাঠ অনুষ্ঠানের আযোজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঋদ্ধ কবি ও রাজনীতিবিদ নূহ আলম লেনিন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরেক ঋদ্ধ কথাসাহিত্যিক ড. রণজিৎ বিশ্বাস, কবি ও লেখক মঈনুদ্দিন কাজল, কবি খায়রুল আনাম, কবি প্রাকৃতজ শামিমরুমি টিটন। পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ মাজহারুল পারভেজের স্বাগত বক্তব্যের পর উপস্থিত কবিরা স্ব-রচিত কবিতা পাঠ করেন। এরপর অতিথিরা অকালপ্রয়াত কবি ও ছড়াকার এমরুল হোসাইনের লেখালেখি ও জীবনের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেন।

13265915_870296566431908_3248169929987079076_n

প্রসঙ্গত: মেধাবী তরুণ কবি এমরুল হোসাইন এ বছর বইমেলা চলাকালে মারা যান। আলোচকরা এই নবীন কবিকে নিয়ে এমন একটি কাজ করায় আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন।এছাড়া প্রবীণ লেখাকরা তাঁকে চোখে দেখেনি বলে মন্তব্য করেন পাশাপাশি তরুণ লেখকগনের মধ্যে একজন তাঁর সঙ্গে কথা হয়েছে বলে জানান। বক্তাদের মধ্যে অনেকেই মন্তব্য করেন যে, বাংলাদেশ লেখক পরিষদ এমন একটি উদ্দ্যগ নিবেন যা আমরা ভাবতেও পারিনি, অজানা-অচেনা তাঁর বই পাবলিশ হয়েছে কি না তা অনেকেরই অজানা, এমন একজন লেখককে স্মরণ করা সত্যিই এই পরিষদকে ধন্যবাদ দিয়েও ছোট করতে চাই না। বক্তারা অনেকেই বলেন – আমরা আর মৃত্যুর পর কোন সন্মাননা চাই না, যা দিবার বেঁচে থাকাকালিন দিন, এমন বক্তব্যে উপস্থিত সকলেই করতালি দিয়ে সাধুবাদ জানায়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অগ্রজ কবি ও বহুমাত্রিক লেখক সাযযাদ কাদিরকে এমরুল হোসাইন বিশেষ সম্মাননা-২০১৬ প্রদান করা হয়। সম্মাননা প্রদান করেন ভাষা বিশেষজ্ঞ ও কথাসাহিত্যিক ড রণজিৎ বিশ্বাস। অনুষ্ঠানের সার্বিক সহযোয়িতায় ছিলেন কবি ও লেখক মাহফুজার রহমান মন্ডল এবং কবি ও শিশুসাহিত্যিক বদরুল আলম।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে