sirajgonj-2

বিডি নীয়ালা নিউজ(২৯ই মে১৬) মারুফ সরকার (বিভাগীয় প্রতিনিধি, রাজশাহী): উত্তর বঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্ত্বরের পূর্ব পশ্চিম মহাসড়কে ৭৭ লাখ টাকা ব্যয়ে সংস্কারের কাজ করছে ২ ঠিকারদার। আর এ কাজ ধীর গতিতে চলায় শত শত যানবাহনের তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। ফলে যাত্রীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। স্থানীয়রা জানান, ঠিকাদার সাজেদুল ইসলাম ৬০ লাখ ও আজাদুর রহমান আজাদ নামের আরেক ঠিকাদার ১৭ লাখ মোট ৭৭ লাখ টাকার সংস্কারের কাজ পান। এরা প্রভাবশালী হওয়ায় তাদের ইচ্ছে মতো চলছে খোড়াখুড়ির কাজ। নিম্মমানের সমগ্রী দিয়ে কাজ করা হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ। এলাকাবাসীর দাবী উত্তর বঙ্গের প্রবেশদ্বার হওয়ায় হাটিকুমরুল গোলচত্ত্বর দিয়ে দেশের বিভিন্ন জায়গায় যানবাহন যাতায়াত করে। এখানে নিম্মমানের কাজ করলে ২/১ মাস পর আবারও খানা খন্দে পরিনত হবে। নতুন করে আবারো পুরোনো সমষ্যা দেখা দেবে। আবার নতুন বাজেটের জন্য অপেক্ষা করতে কয়েক বছর। ভোগান্তিতে পড়বে সাধারণ জনগণ। এবিষয়ে এলাকাবাসী কাজের মান যেন ভাল হয় সে জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে