জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে উর্দুভাষী ক্যাম্প উন্নয়ন কমিটির ঈদ পুনমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ৷

শুক্রবার রাতে শহরের রেলওয়ে মেস ক্যাম্পে উর্দুভাষী ক্যাম্প উন্নয়ন কমিটির সভাপতি সৈয়দ মাজিদ ইকবালের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ৷

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন ৷

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাফিকা আখতার জাহান,পৌর মেয়র ও পৌর মহিলা আওয়ামীলীগের সভাপতি, সানজিদা বেগম লাকী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, দিলনেওয়াজ খাঁন আহবায়ক উপজেলা আওয়ামীলীগ যুবলীগ রেওয়াজ আকবার সভাপতি এস.পি.জি.আর.সি বাংলাদেশ সৈয়দপুর ৷

এছাড়া বক্তব্য রাখেন, মহসীন মন্ডল মিঠু, সভাপতি পৌর আওয়ামী সেচ্ছাসেবকলীগ শাহরিয়ার টুটুল সভাপতি ছাত্রলীগ সৈয়দপুর উপজেলা শাখা, হাতিখানা ক্যাম্পের মোনাওয়েমসহ ক্যাম্পের নেতা কর্মীরা ৷

অনুষ্ঠানে ২২ ক্যাম্পের বাসিন্দারা উপস্থিত ছিলেন ৷ অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয় ৷

অনুষ্ঠানটি পরিচালনা করেন মাজিদ ইকবাল ও চান মিয়া ৷ অনুষ্ঠানে ক্যাম্পের নেতা কর্মীরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন ৷

এ সময় অনুষ্ঠানের অতিথিরা সমস্যাগুলো মনোযোগ দিয়ে শুনেন এবং সমাধানের আশ্বাস দেন ৷
এসময় ক্যাম্পের নেতা কর্মীরা বলেন আমরা এখন আর বিহারী নই ৷ আমরা বাংলাদেশের নাগরিক ৷ বিহারী বাঙ্গালী কোন ভেদাভেদ নাই ৷ আমরা সবাই ভাই ভাই ৷ অনুষ্ঠানটি আয়োজন করেন উর্দুভাষী ক্যাম্প উন্নয়ন কমিটি,সৈয়দপুর,নীলফামারী ৷

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে