আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই বেশ কিছু ইস্যুতে আলোচিত-সমালোচিত ডোনাল্ড ট্রাম্প। তার মধ্যে অভিবাসী ইস্যু অন্যতম। আর তারই জের ধরে এবার অবৈধ অভিবাসীদের প্রবেশ ঠেকাতে মেক্সিকো সীমান্তে ৮ শ’ সেনা মোতায়েনের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন।

জানা গেছে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এ সংক্রান্ত একটি নির্দেশনা স্বাক্ষর করবেন।

উল্লেখ্য, সম্প্রতি মেক্সিকো এবং মধ্য আমেরিকা থেকে যুক্তরাষ্ট্রের দিকে অনুপ্রবেশের ঘটনা বেড়ে গেছে। অনেকের মতে, সীমান্তে অভিবাসীদের ঢল নেমেছে। এটা ঠেকাতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন।

B/P/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে