ডেস্ক রিপোর্টঃ অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঐক্যফ্রন্ট নেতাদের সাথে সংলাপে বসবে অাওয়ামী লীগ। সংলাপের দরজা বন্ধ করতে চান না শেখ হাসিনা। অামরা ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসব। সংলাপে নেতৃত্ব দেবেন আওয়ামী নেত্রী শেখ হাসিনা। সোমবার ধানমন্ডিতে অাওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ঐক্যফ্রন্টের চিঠির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে একটা চিঠি দিয়েছেন। এই চিঠির ভেতরে কী অাছে সেটা ইতোমধ্যেই পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে।

অামাদের সোমবার মন্ত্রী সভার বৈঠক ছিল। বৈঠকের পর প্রধানমন্ত্রী উপস্থিত দলীয় সদস্যদের সঙ্গে অালোচনা করেন মতামত জানতে চান। অালোচনার পর সর্বসম্মত সিদ্ধান্ত হয় যে ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপ করা হবে। দলের পক্ষ থেকে বলতে চাই শেখ হাসিনার দরজা কারো জন্য বন্ধ হয়নি, বন্ধ থাকে না।

সংলাপের সময়, স্থান, পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে জানিয়ে কাদের বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার অাগেই সংলাপ করা হবে।

সংবাদ সম্মলনে উপস্থিত ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক ডা.দীপু মণি, দফতর সম্পাদক ড. অাবদুস সোবহান গোলাপ, সাংগঠনিক সম্পাদক অাহমদ হোসেন, বাহাউদ্দিন নাসিম, প্রচার সম্পাদক হাছান মাহমুদ, সংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ।

B/P/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে