ডেস্ক রিপোর্টঃ ইলিশের প্রজনন মৌসুমে দীর্ঘ ২২দিনের ইলিশ আহরণের নিষেজ্ঞা জারি করেছিল সরকার। ইলিশ রক্ষায় শরীয়তপুরে ছিল নদীসহ বিভিন্ন হাট-বাজারে প্রশাসনের অভিযান। নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হয় গতকাল ২৮ অক্টোবর রাত ১২টায়। এরপর নদীতে ইলিশ আহরণে স্বাধীনভাবে নেমে পড়েন পদ্মা নদীর জেলেরা। জেলেদের জালে ধরা পড়ে প্রচুর পরিমাণে ইলিশ।

শরীয়তপুরের চার উপজেলায় আজ ধরা পড়ে কয়েক হাজার টন ইলিশ মাছ। শরীয়তপুরের নড়িয়া, জাজিরা, ভেদরগঞ্জ ও গোসাইরইট উপজেলার শতাধিক পাইকারি মাছের আড়তে সকালে এসব মাছ বিক্রি হয়।

এদিকে, ২২ অভিযানের সফলতায় সন্তুষ্টি প্রকাশ করেছে স্থানীয় মৎস্য বিভাগ। অভিযানের শেষে বাজারগুলো ইলিশ মাছে সয়লাব হওয়ার কথা জানালের মৎস্য বিভাগের কর্মকর্তা মো. রাসেদুল ইসলাম।

B/P/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে