মোঃ আব্দুল মান্নান,কিশোরগঞ্জ(নীলফামারী)॥ আত্মহত্যা সহ অস্বাভাবিক মৃত্যুর সংখ্যা বেড়েছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায়। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম হারুন অর রশিদ এর সাথে কথা হলে তিনি এ তথ্য জানান। তিনি বলেন ২০১৮সালে এ থানায় অস্বাভাবিক মৃত্যুর সংখ্যা ছিল ৮টি, কিন্তু ২০১৯ সালে এখন পর্যন্ত আত্মহত্যা সহ অস্বাভাবিক মৃত্যু হয়েছে ১৮ জনের। তাঁর দেওয়া তথ্যমতে বড়ভিটা ইউনিয়নে-২জন, পুঁটিমারী ইউনিয়নে-২জন, বাহাগিলি ইউনিয়নে-৩, চাঁদখানা ইউনিয়নে-০৪,কিশোরগঞ্জ ইউনিয়নে-৪জন,রনচন্ডি ইউনিয়নে-২জন এবং মাগুড়া ইউনিয়নে-১জন সহ মোট ১৮জনের অস্বাভাবিক মৃত্যুর মামলার রেকর্ড রয়েছে। হত্যার ধরন অনুযায়ী গলায় ফাঁস দিয়ে ১০জন, বিষ পানে-০৪জন এবং পানিতে ডুবে ৪ জনের মৃত্যু হয়েছে।

পারিবাকি মনোমালিন্য ও হতাশা থেকে এসব ঘটনা ঘটেছে বলে তিনি জানান। আত্মহত্যার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন এ ব্যাপারে নির্বাচিত জন প্রতিনিধিদের সাথে আলাপ করা হয়েছে। আত্মহত্যার এই প্রবণতা ঠেকাতে অবশ্যই এর মূল কারন বের করে সংঘবদ্ধ ভাবে প্রচেষ্ঠা চালাতে হবে, তবেই এ প্রবণতা কমে আসতে পারে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে