প্রেস বিজ্ঞপ্তি : নব্বই দশকের জনপ্রিয় আবৃত্তিকার কামরুল হাসান মঞ্জু আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)।

তার মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব মুহম্মদ মফিজুর রহমান লিটন ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সেকুল।

নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্তর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য,  আবৃত্তিকার কামরুল হাসান মঞ্জু  শনিবার রাতে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬৫ বছর।

মরহুমের ছোট ভাই বিপ্লব জানান, রাতেই তার লাশ গ্রামের বাড়ি যশোরে নিয়ে যাওয়া হয়েছে। রোববার বাদ জোহর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা ‘চে তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয়’ তার কণ্ঠে ব্যাপক জনপ্রিয় ছিল।

তিনি গণমাধ্যমবিষয়ক উন্নয়ন সংস্থা ম্যাস লাইন মিডিয়া সেন্টার-এম‌এমসির প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে