সিরাজগঞ্জ থেকে,মারুফ সরকার: সিরাজগঞ্জে গবাদিপশু মোটাতাজা করণ বিষয়ক এক মতবিনিময় সভা সিরাজগঞ্জ আঞ্চলিক প্রাণিরোগ অনুসন্ধান গবেষনাগারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার প্রাণীসম্পদ অধিদপ্তর কর্তৃক আয়োজিত এই সভায় প্রধান অতিথি ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তর ঢাকার উপপরিচালক আবদুল জব্বার শিকদার।আঞ্চলিক প্রাণিরোগ অনুসন্ধান গবেষনাগারের (এফডিআইএল) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা প্রভাত চন্দ্র সাহা সভাপতিত্বে বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলার এফডিআইএল এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এ.কে.এম আব্দুর রহমান,

গাইবান্ধা জেলার এফডিআইএল এর জেষ্ঠ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোনাজুল হক, সাবেক এফডিআইএল সিরাজগঞ্জের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা গোলজার হোসেন প্রমুখ।এই মতবিনিময়সভায় সিরাজগঞ্জ, জয়পুরহাট ও গাইবান্ধা তিনটি জেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেনারী সার্জনগন ও গবাদিপশু মোটা তাজার সঙ্গে যুক্ত খামারীরা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয় আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে সিরাজগঞ্জ জেলায় মোট ২৭ হাজার ৭৭৪ জন খামারী ১লাখ৬৮হাজার৮৭৫টি গরু, ১লাখ২৩ হাজার৪৫০ টি ছাগল, ১৬ হাজার৭৬৯ টি ভেড়াসহ মোট ৩লাখ ৮হাজার৩৮৪ টি গবাদি পশু মোটা তাজা করা হচ্ছে। এই সকল গবাদিপশুকে কোন ক্ষতিকর ওষুধ পত্র ও খাদ্য দেয়া হচ্ছেনা। এই বছর সিরাজগঞ্জ জেলায় কোরবানী ঈদ উপলক্ষ্যে ২লাখ১৪হাজার৬৪৪ টি গবাদি পশুর সম্ভাব্য চাহিদা রয়েছে, ফলে গবাদি পশু ঘাটতি হওয়ার কোন সম্ভাবনা নেই।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে