সিরাজগঞ্জ থেকে,মারুফ সরকার:সিরাজগঞ্জের আঞ্চলিক প্রাণিরোগ অনুসন্ধান গবেষনাগারে বাইওসেফটি এবং বাইও সিকিরিউটি (জীব নিরাপদ বিষয়ক) এর উপর দুইদিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আইসিডিডিআরবি ও সিডিসির এর অর্থায়নে প্রাণিসম্পদ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় গতকাল শেষ দিনে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ বাইওসেফটি এবং বাইওসিকিউরিটি অ্যাসোসিয়শেনের নির্বাহী কমিটির সদস্য ডাঃ আবদুল জব্বার শিকদার। মূখ্য প্রশিক্ষক হিসেবে ছিলেন, গবেষনাগারের প্রধান ড. আসাদুল গানি, ব্যবস্থাপক পার্থ গোপ, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডাঃ প্রভাত চন্দ্র সাহা উপস্থিত ছিলেন।দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় সিরাজগঞ্জ, জয়পুরহাট ও গাইবান্ধা জেলার প্রাণীসম্পদ বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে