সিরাজগঞ্জ খেকে,মারুফ সরকারঃ সিরাজগঞ্জের নিকট যমুনা নদীর পানি দ্রুত গতিতে বৃদ্ধি পেতে শুরু করেছে। গতকাল দুপুর ১২ টায় যমুনা নদীতে পানি বৃদ্ধি পেয়ে বর্তমানে বিপদসীমার ১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় ।

ইতোমধ্যেই কাজিপুর, সিরাজগঞ্জ সদর, বেলকুচি, চৌহালি ও শাহজাদ পুর উপজেলার যমুনা চর এলাকার ২৭ টি ইউনিয়ন বন্যা কবলিত হয়ে পরেছে । বন্যার পানি বাড়ি-ঘরে উঠায় বন্যাকবলিত এলাকার মানুষগুলি উচু বাধ বা বিভিন্ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিচ্ছে বলে জানা গেছে ।

এদিকে বন্যার পানিরত ডুবে বৃহস্পিতিবার সন্ধ্যায় শাহজাদপুরের চর কৈজুরী গ্রামের শান্তনা (৬) মারা যায় বলে জানা গেছে । জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস সুত্রে জানা গেছে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ আছে চাহিদা পাওয়া মাত্রই ত্রাণ সামগ্রী সরবরাহ করা হবে । বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ঝুঁকিপূর্ণ এলাকার বালির বস্তা নিক্ষেপ কাজ শুরু করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম জানান যে কোন পরিস্থিতির মোকাবেলার জন্য তারা প্রস্তুত রয়েছেন ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে