ডেস্ক রিপোর্ট : মতো জঙ্গিবিরোধী অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।শনিবার ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ দিঘলকান্দিসহ আশেপাশের চরগুলোতে গাইবান্ধা জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা এ অভিযান চালায়। অভিযানে জঙ্গি আস্তানার সন্ধান বা কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

গাইবান্ধা সদর থানার ওসি একেএম মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গি আস্তানার সন্ধান, তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও নৌডাকাতি প্রতিরোধে এ অভিযান চালানো হয়।

তিনি আরো জানান, এর আগে মঙ্গলবার ভোর ৬টা থেকে দুপুর  ১টা পর্যন্ত গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ও মোল্লারচর ইউনিয়নের কয়েকটি চরে প্রথম দিনের অভিযান পরিচালিত হয়। এ সময় আইয়ুব আলী ওরফে শুকুর আলী (৩০) নামে এক ডাকাতকে আটক করা হয়।

এর পরদিন বুধবার ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি, ফুলছড়ি ও ফজলুপুর ইউনিয়নের বিভিন্ন চরে দ্বিতীয় দিনের অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিন কাউকে গ্রেপ্তার বা জঙ্গি আস্তানার সন্ধান মেলেনি।

গ/ব/ন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে