ডেস্ক রিপোর্ট : দেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী সাদিকা পারভিন পপি। তবে চলচ্চিত্রে তিনি পপি নামেই পরিচিত। ‘কুলি’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন এ অভিনেত্রী। নিজের অভিনয় আর দক্ষতা নিয়ে পেয়েছেন দর্শক প্রিয়তা। অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুস্কাররে ভূষিত হয়েছেন তিনি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৭-১৮ নির্বাচনে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন পপি।

পপিকে নিয়ে মিডিয়া পাড়ায় একটা সময় হৈ চৈ পড়েছিলো। কারণ হিসেবে ছিল তৎকালিন চিত্র নায়ক শাকিল খানের সাথে প্রেম সম্পর্ক। তবে বেশি দিন টিকে থাকেনি তাদের সম্পর্ক। এক পর্যায়ে দু’জনের দূরত্ব হয়ে যায়। দীর্ঘ দিনের এ দূরত্বের পর নতুন করে আবারও আলোচনায় নায়িকা পপি।

সম্প্রতি তিনি একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে বাংলা চলচ্চিত্রের কিং খান নামে পরিচিত শাকিব খানকে নিয়ে মন্তব্য করেন এবং অতিতের কথা তুলে ধরেন। ওই অনুষ্ঠানে পপি বলেন, “হিরো (শাকিব খান) একটু সেলফিশ। আমার কাছে মনে হয়, ওর (শাকিব খান) মধ্যে দেশ প্রেম, আমাদের শিল্পী ও কলাকুশলীদের জন্য ভালোবাসাটা খুব কম। শাকিবের জন্ম এই ইন্ডাস্ট্রিতে এজন্য ইন্ডাস্ট্রির মানুষদেরকে ওর বেশি গুরুত্ব দেওয়া উচিৎ”।

পপির এমন মন্তব্যের ভিত্তিতে বিডি২৪লাইভ থেকে যোগাযোগ করা হয় চিত্রনায়িকা পপির সাথে। পপির সাথে দীর্ঘক্ষণ কথা হয় প্রতিবেদক আরেফিন সোহাগের। আলাপকালে পপি বলেন, ‘আমি এমন কথা বলেছি কিন্তু সেটা নিয়ে কেন নিউজ হবে? আর আমি তো হাসতে হাসেত এমন কথা বলেছিলাম। আমি জরুরি একটা মিটিংয়ে আছি পরে কথা হবে’।

পপির এমন মন্তব্যের পর বিডি২৪লাইভ থেকে নায়ক শাকিব খানের সাথে যোগাযোগ করা হয়। শাকিবের ব্যস্ততার কারণে এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি।

উল্লেখ্য, মডেলিং থেকে চলচ্চিত্রে আসেন পপি। লাক্স আনন্দ বিচিত্রার সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে পরিচিতি লাভ করেন পপি। ১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত আমার ঘর আমার বেহেশত ছায়াছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন পপি। কিন্তু তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র কুলি। মনতাজুর রহমান আকবর পরিচালিত এই চলচিত্রে তার বিপরীতে অভিনয় করেন ওমর সানি।

এরপর ১৯৯৮ সালে রিয়াজের বিপরীতে বিদ্রোহ চারিদিকে, ১৯৯৯ সালে মান্নার বিপরীতে কে আমার বাবা ও লাল বাদশা, ২০০২ সালে কমল সরকার পরিচালিত ক্ষেপা বাসু ও বাবুল রেজা পরিচালিত ওদের ধর ছায়াছবিগুলো ব্যবসাসফল হয়। মান্না প্রযোজিত লাল বাদশা ছায়াছবি ব্যবসা সফল হয় ও তার অভিনয় জীবনে বড় পরিবর্তন নিয়ে আসে। ২০০৩ সালে অভিনয় করেন কালাম কায়সার পরিচালিত কারাগার ছায়াছবিতে। এতে এক টোকাই চরিত্রে অভিনয় করে প্রথম বারের মত শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

কা/রে/ন্ট


একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে