রংপুর ও গাজীপুর মহানগর এলাকার জন্য গঠিত হলো চিফ মেট্রোপলিটন আদালত। চিফ মেট্রোপলিটন আদালত গঠন করে গত ৩০ জুন আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, ‘দ্য কোড অব ক্রিমিন্যাল প্রসিডিউর, ১৮৯৮’ এর সেকশন-৬ এর সাব-সেকশন (৩) এর ক্লজ (এ) এবং সেকশন-২১ এর উদ্দেশ্য পূরণে সরকার এই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত গঠন করেছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ‘চিফ মেট্রোপলিটন আদালত, গাজীপুর’-এর অধিক্ষেত্র হবে গাজীপুর মহানগর এলাকা। ‘চিফ মেট্রোপলিটন আদালত, রংপুর’-এর অধিক্ষেত্র হবে রংপুর মহানগর এলাকা।

রংপুর সিটি করপোরেশন প্রতিষ্ঠিত হয় ২০১২ সালের ২৮ জুন। গাজীপুর সিটি করপোরেশন ২০১৩ সালের ১৬ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়।

Jag/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে