মুহাম্মদ কাইসার হামিদ, কিশোরগঞ্জ, জেলা প্রতিনিধিঃ কিশোরগঞ্জে কুলিয়ারচরে মো. জামান মিয়া (৪৫) নামে এক ইউপি সদস্যের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কুলিয়ারচর উপজেলাস্থ আগরপুর বাসস্ট্যান্ডের দক্ষিণ দিকে একটি খোলা জায়গায়। হামলার শিকার মো. জামান মিয়া রামদী ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের বর্তমান সদস্য ও মনোহরপুর গ্রামের মৃত পছন্দ আলীর ছেলে। আহত জামান মিয়া অভিযোগ করে বলেন, ঘটনার দিন ও সময়ে বোনের পাওনা টাকা নিয়ে অটোরিকশা যোগে বড়চর যাওয়ার পথে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের আগরপুর বাসস্ট্যান্ডের কাছাকাছি যাওয়ার সাথে সাথে পার্শ্ববর্তী জগতচর গ্রামের মৃত আব্দুল মোতালি মিয়ার পুত্র ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. হাবিবুর রহমান ওরুফে হবি (৪৫) নির্বাচনী প্রতিহিংসার বসবতী হয়ে পূর্ব শত্রুতার জের ধরে দেশীয় অস্ত্রাদীসহ দলবল নিয়ে তার উপর হামলা করে তাকে হত্যার চেষ্টা করে। হামলার সময় জামান মিয়ার পকেটে থাকা ৫০ হাজার ৩শত টাকা ও একটি মোবাইল সেট ছিনিয়ে নেয় তারা। এসময় জামান মিয়াকে বাঁচাতে গিয়ে মো. তাজুল ইসলাম তাজু (৩৮) ও হাসু (৫৫) আহত হয়। পরে স্থানীয়রা গুরুত্বর রক্তাক্ত আহত অবস্থায় জামান মিয়াকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত কুলিয়ারচর থানায় মামলার প্রক্রিয়া চলছিলো।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে