কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী: উপজেলা প্রানী সম্পদ ভেটেনারী হাসপাতালের আয়োজনে এবং পিপি আর রোগ নির্মূল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ৯টি ইউনিয়নে বিনামূল্যে শুরু হয়েছে পিপি আর রোগের টিকা দেয়ার কার্যক্রম। এরেই ধারাবাহিকতায় ৫ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মাগুড়া ইউনিয়নে ছাগল ও ভেড়ার মধ্যে বিনামুল্যে এ দিকা প্রদান করা হবে। গত ৩০ সেপ্টেম্বর কিশোরগঞ্জ উপজেলা সদর ইউনিয়নে উদ্বোধনের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। গত ১ অক্টোবর বাহাগিলি, ২ অক্টোবর পুটিমারী, ৩ অক্টোবর নিতাই ও ৪ অক্টোবর চাঁদখানা ইউনিয়নে ছাগল ও ভেড়ার মধ্যে পিপি আর রোগের টিকা দেয়া হয়েছে। এবং পর্যায়ক্রমে উপজেলার সবকটি ইউনিয়ন এ কার্যক্রমের আওতায় আনা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালের ভেটেনারী সার্জন নাহিদ সুলতান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে