মানিকগঞ্জ-৩ আসনে উদীয়মান সূর্য প্রতীকের নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মফিজুল ইসলাম খান কামালকে হারিয়ে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রোববার (৭ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তার দেয়া সবশেষ তথ্য অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাহিদ মালেক ভোট পেয়েছেন ৬৭ হাজার ৩০৯। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মফিজুল ভোট পেয়েছেন ২ হাজার ৭৯৩টি।
হিদ মালেকের সঙ্গে মফিজুলের ভোটের ব্যবধান ৬৪ হাজার ৫১৬।

একই আসনে তৃতীয় সর্বোচ্চ ভোটপ্রাপ্তির তালিকায় রয়েছেন জাতীয় পার্টির জহিরুল আলম রুবেল। লাঙ্গল প্রতীকে রুবেল পেয়েছেন ২ হাজার ১৭৫ ভোট।

এর আগে রোববার সকাল সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের গড়পাড়া নিউ মডেল হাই স্কুল কেন্দ্রে পরিবারের সদস্যদের নিয়ে ভোট দেন স্বাস্থ্যমন্ত্রী।

ভোট দেয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জাহিদ মালেক বলেন, ‘গেল এক মাস শান্তিপূর্ণ পরিবেশে নেতাকর্মী ও সাধারণ মানুষ আনন্দ উৎসাহ নিয়ে প্রচার-প্রচারণা চালিয়েছে। সেখানে নৌকা প্রতীকের পক্ষে ব্যাপক সাড়া পেয়েছি। সারাদেশের মতো মানিকগঞ্জ-৩ আসনেও অনেক উন্নয়ন হয়েছে।’

SO/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে