দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) নির্বাচিত হয়েছেন।

রোববার (০৭ জানুয়ারি) স্থানীয় সূত্রে প্রাপ্ত ফলাফলে বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

জাতীয় পার্টি জিএম কাদের লাঙ্গল মার্কা নিয়ে ভোট পেয়েছেন ৮১,৮৬১। তার নিকটতম প্রতিদ্বিন্দ্বী পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোছা. আনোয়ারা ইসলাম রানী ঈগল মার্কা নিয়েছেন পেয়েছেন ২৩,৩২৬  ভোট।

এছাড়াও ন্যাশনাল পিপলস পার্টির শফিউল আলম আম মার্কা নিয়ে ভোট পেয়েছেন শূন্য, বাংলাদেশ কংগ্রেসের মো. একরামুল হক ডাব নিয়ে পেয়েছেন শূন্য ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বি.এস.পি) মো. আব্দুর রহমান (রেজু) একতারা মার্কা নিয়ে শূন্য ভোট, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের মো. সহিদুল ইসলাম মশাল মার্কা নিয়ে শূন্য ভোট পেয়েছেন।

রংপুর-৩, আসন নং: ২১। রংপুর সদর উপজেলা (রংপুর সিটি করপোরেশনের- ১,২,৩,৪,৫,৬,৭ ও ৮ ব্যতীত রংপুর সিটি করপোরেশনের এলাকা)

মোট ভোটার ৪৯৪,৭৬৮, মোট কেন্দ্র ১৭৫। পুরুষ ভোটার ২৪৭,৪৭২ নারী ভোটার ২৪৭,২৯৪।

তথ্যসূত্র: বাংলাদেশ নির্বাচন কমিশন (১ জানুয়ারি ২০২৩ হালনাগাদ তথ্য)

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ পুরুষ, আর ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ নারী। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। রোববারের ভোটে সারা দেশের ২৯৯ আসনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ১ হাজার ৯৭০ প্রার্থী। এর মধ্যে ১ হাজার ৫৩৪ জন ২৮টি রাজনৈতিক দলের প্রার্থী।

বাকি ৪৩৬ জন স্বতন্ত্র প্রার্থী। নওগাঁ-২ আসনে এক স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে ভোট হচ্ছে ২৯৯ আসনে। ওই আসনটিতে পরে ভোটগ্রহণ হবে। সব আসনেই ব্যালট পেপার ব্যবহার করে ভোটগ্রহণ হয়েছে।

SO/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে