12804746_958095677610845_2508518239450338535_n

বিডি নীয়ালা নিউজ(২৯ই ফেব্রুয়ারী১৬)-স্পোর্টস ডেস্কঃ  ঢাকায় এশিয়া কাপের পঞ্চম ম্যাচে শ্রীলঙ্কাকে ২৩ রানে হারিয়েছে বাংলাদেশ।

সাব্বির রহমানের ৫৪ বলে ৮০ রানের অসামান্য ইনিংসের ওপর ভর করে বাংলাদেশ সাত উইকেটে ১৪৭ রান করে।

জবাবে শ্রীলঙ্কার ইনিংস আট উইকেটে ১২৪ রানে শেষ হয়ে যায়।

এই প্রথম বাংলাদেশে কোনো টি২০ ম্যাচে শ্রীলঙ্কাকে হারালো।

তবে বাংলাদেশের এই ঐতিহাসিক জয়ের পেছনে প্রধান ভূমিকা ছিল সাব্বির রহমানের।

টসে জিতে ব্যাট নিলেও মাত্র দ্বিতীয় ওভারের মধ্যেই মাত্র দুই রানে বাংলাদেশের দুই ওপেনার আউট হয়ে যায়।

তবে সাব্বিরের ৫৪ বলে ৮০ রানের অনবদ্য ইনিংসে বাংলাদেশ সামলে ওঠে।

৮০ রানের ঝড়ো ইনিংসে সাব্বির তিনটি ছয় ও দশটি চার মারেন।

তার সাথে সঙ্গ দেন সাকিব আল হাসান। ৩৪ বলে ৩২ রান করেন তিনি।

এ ম্যাচেও ওপেনিং ব্যাটসম্যানরা আবারো ব্যর্থ হয়েছেন। মোহাম্মদ মিঠুন এবং সৌম্য সরকার কেউই রান পাননি।

২০ ওভারে বাংলাদেশের ইনিংস শেষ হয় ১৪৭ রানে, সাত উইকেটে।

জেতার জন্য ১৪৮ রানের টর্গেট নিয়ে খেলতে নেমে শ্রীলঙ্কার ইনিংস ১২৪ রানে শেষ হয়ে যায়। দিনেশ চান্দিমলের ৩৭ রান তাদের ইনিংসের সর্বোচ্চ।

বাংলাদেশের পেসার আল-আমিন হোসেন আজও সফলতম বোলার ছিলেন। তিনটি উইকেটে পান তিনি।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে