akbarrr-03-300x167

বিডি নীয়ালা নিউজ(২৮ই ফেব্রুয়ারী১৬) নাজমুল হক হৃদয় (রাঙ্গামাটি প্রতিনিধি:   আনুষ্ঠানিকভাবেই দায়িত্ব নিলেন রাঙামাটি পৌরসভার নব নির্বাচিত মেয়র আকবর হোসেন চৌধুরী । দায়িত্ব গ্রহণের প্রাক্কালে বারবার বলছিলেন সবার সহযোগিতার কথা। ছোট বেলা থেকেই আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত আকবর, রাজনীতির মাঠে বেশ পরিচিতি ও অপরিহার্য হয়ে উঠেন। রাঙামাটি সরকারি কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন তিনি। পরে সভাপতিও হয়েছিলেন। এরপর জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক। দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। কেন্দ্রীয়
পরিষদের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। জেলা ছাত্রলীগ ছেড়েই জেলা যুবলীগের সভাপতিও নির্বাচিত হয়েছিলেন। রাঙামাটি রেড ক্রিসেন্টের সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন তিনি। জেলা আওয়ামীলীগের অন্যতম কান্ডারী দাদা দীপংকরের বেশ আস্থাভাজনও তিনি। বিগত পৌরসভা নির্বাচনে দলের প্রবীন প্রার্থীদের পিছনে ফেলে মনোনয়নটা নিজের করে নিয়েছিলেন তিনি। এরপর সকল বাধা-গ্রুপিং আর বিদ্রোহী প্রার্থীদের ম্যানেজ করে এবং বিরোধী প্রার্থীদের পরাজিত করে জয়ের মুকুট
নিজের করে নেয়ার কৌশলটা দেখিয়েছেন তিনি। আর নির্বাচিত হওয়ার পর সকল সভা সমাবেশে বারবারই
বলেছিলেন, পৌরসভাকে দলীয় কর্মীদের আড্ডাস্থল হতে দিবোনা। তাঁর পূর্ববর্তী মেয়র সাইফুল ইসলাম চৌধুরীর প্রতিও তাঁর যথেষ্ট ভদ্রতা সুলভ আচরন আর প্রয়োজনীয় সকল শ্রদ্ধা দেখিয়েছেন
তিনি। পরিচ্ছন্ন ব্যক্তি হিসেবে আকবর হোসেন চৌধুরীও বেশ পরিচিত। রবিবার ক্ষুদ্র নৃ গোষ্ঠী ইনস্টিটিউটে আয়োজিত বিদায় ও বরণ সংবর্ধনায় বক্তব্য দিতে গিয়ে বারবার বলছিলেন ভূট্টো ভাইয়ের সাথে আমার হয়তো রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা রয়েছে। কিন্তু আমরা এই শহরেরই ছেলে। এই শহরকে পরিচ্ছন্ন ও হানাহানিমুক্ত রাখতে যা যা করার সবটুকুই করবো। পৌরসভার কাজ করতে গিয়ে ভূট্টো ভাইয়ের পরামর্শ নিবো। দলমতের উর্ধ্বে উঠেই কাজ চালিয়ে যাবো।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে