150319103217_sabbir_rahman_640x360_getty_nocredit

বিডি নীয়ালা নিউজ(২৯ই ফেব্রুয়ারী১৬)-স্পোর্টস ডেস্কঃ  শ্রীলংকার বিরুদ্ধে জয়ের নায়ক সাব্বির রহমানকে অনেকে এখন বাংলাদেশের এক নম্বর টি২০ খেলোয়াড় হিসেবে বর্ণনা করছেন।

বাংলাদেশ ক্রিকেট দল যেখানে সাকিব আল হাসান, তামিম ইকবাল কিংবা মুশফিকুর রহিম নীর্ভর, সেখানে গতকাল সাব্বির জয়ের নায়ক হিসেবে আবির্ভূত হয়েছেন।

ব্যাট হাতে তিনি দাপটের সাথে যেভাবে লংকান বোলারদের বেধড়ক পিটিয়েছেন, সেটি দেখে অনেকই বলছেন যথার্থ টি২০ মেজাজে খেলেছেন সাব্বির।

ঢাকার ক্রীড়া সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যায় বলছেন ২৬ রানে বাংলাদেশের তিনটি উইকেট পতনের পর সাব্বির ব্যাট হাতে পাল্টা আক্রমণে বাংলাদেশকে খেলায় ফিরিয়ে এনেছেন।

ম্যাচ শেষে সাব্বির সাংবাদিকদের বলেছেন, দ্রুত উইকেট পতনের মুখে তার হাতে দুটো উপায় ছিল। প্রথম উপায়টি হচ্ছে দেখে-শুনে ধীরগতিতে খেলা। আর দ্বিতীয়টি হলো পাল্টা আক্রমণ করা।

মি: মুখোপাধ্যায় বলেন “পাল্টা আক্রমণ করতে গিয়ে বাংলাদেশ ৫০-৬০ রানে অল-আউট হয়ে যেতে পারতো।” তারপরেও সাব্বির রহমান পাল্টা আক্রমণ করেছেন।

ক্রীড়া সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যায় বলছেন, এটাই হচ্ছে টি২০’র সবচেয়ে বড় সৌন্দর্য।তিনি বলছেন, টি২০ ম্যাচে এ পর্যন্ত বাংলাদেশ বড় দলগুলোর মধ্যে পাকিস্তান ছাড়া অন্য কাউকে হারাতে পারেনি।

সাব্বির রহমান মূলত ছয় নম্বরে ব্যাট করতে নামতেন। কিন্তু গত কয়েকটি সিরিজে তাকে তিন নম্বরে তুলে আনা হয়েছে।

সাব্বির রহমানকে তিন নম্বরে ব্যাট করতে নামানোর সুফল পেয়েছে বাংলাদেশ। শ্রীলংকার বিরুদ্ধে ম্যাচে সাব্বির রহমানের ৮০ রানের মধ্যে ৫৮ রান এসেছে চার এবং ছক্কা থেকে।

রবিবার শ্রীলংকার বিরুদ্ধে ম্যাচের আগ পর্যন্ত সাব্বির রহমান ১৬টি টি২০ ম্যাচ খেলেছেন। এর মধ্যে অর্ধশতক করেছেন দু’বার।

শ্রীলংকার বিরুদ্ধে ম্যাচসহ সাবিবর রহমানের মোট রান দাঁড়িয়েছে ৪১১ এবং ব্যাটিং গড় প্রায় ৩২।

বিশ্লেষকরা বলছেন সাব্বির রহমান টি-২০ ম্যাচে যেভাবে ধারাবাহিক উন্নতি করছেন সেজন্যই অনেকে তাকে বাংলাদেশ দলের সেরা টি-২০ খেলোয়াড় হিসেবে দেখছেন।

শ্রীলংকার বিপক্ষে এই ম্যাচ জয় বাংলাদেশের টি-২০ ক্রিকেট ইতিহাসের টার্নি পয়েন্ট বা মোড় ঘোরানোর মতো।

এরপরে বাংলাদেশ এই ধারা ধরে রাখতে পারবে কিনা সেটি এখনই বলা মুশকিল।

কিন্তু আশাবাদী হবার মতো যথেষ্ট কারণ রয়েছে বলে মনে করেন সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যায়।আর সেখানেই সাব্বির রহমানের আরো জোরালো সম্ভাবনা দেখছেন তিনি।

সূত্রঃ বিবিসি বাংলা ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে