সিরাজগঞ্জ থেকে,মারুফ সরকারঃ সিরাজগঞ্জে প্রথম আলোর বন্ধুসভার উদ্দ্যেগে বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় ফলদ বনজ ও ঔষধী গাছ রোপন ও বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে এই বিতরণ শুরু হয়। সিরাজগঞ্জ সরকারি শিশু পরিবার, জ্ঞনাদায়িনী উচ্চ বিদ্যালয়, কল্যানী সরকারি প্রাথমিক বিদ্যালয়, গৌরি আরবান উচ্চবিদ্যালয়, মহেশকাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানে আম, মেহগুনী, পেয়ারা, কদবেল,

কাঠাল, লেবু, আমলকি, জাম গাছের চারা রোপন ও বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ শহর সমাজসেবা কর্মকর্তা মো. আলাউদ্দীন, নজরুল একাডেমির সভাপতি মো. হেলাল আহমেদ, জ্ঞানদায়ীনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ূব আলী, গৌরি আরবান বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ আলী, মহেশকাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিত কুমার, ফরাজ আইয়াজ স্মৃতি পরিষদ সিরাজগঞ্জ এর আহবায়ক প্রদীপ সাহা, প্রথম আলোর সিরাজগঞ্জ প্রতিনিধি এনামুল হক, বন্ধুসভার সভাপতি আবুল কাশেম, সাধারন সম্পাদক মনিরা সূলতানাসহ সদস্যগন উপস্থিত ছিলেন।মোট পাঁচশত বিশটি গাছ রোপন ও বিতরণ করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে