nimtoli trajedi

বিডি নীয়ালা নিউজ (৪ঠা জুন ১৬) স্টাফ রিপোর্ট: গতকাল ৩রা জুন ছিল ভয়াবহ নিমতলী ট্র্যাজেডি দিবস। ২০১০ সালের এ দিনে পুরান ঢাকার নিমতলীতে একটি ভবনের নিচতলার রাসায়নিক দাহ্য পদার্থের গুদামে আগুন লেগে মূহুর্তে তা বিস্ফোরিত হয়ে ছড়িয়ে পড়ে। এ অগ্নিকান্ডে ১২৪ জনের প্রাণহানি ঘটে। এছাড়া জানমালের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়। এ ঘটনা ঘটার পর সরকারসহ অনেক দায়িত্বশীল প্রতিষ্ঠান সাহায্যে এগিয়ে আসে। সরকার ও নড়েচড়ে বসেছিল পুরান ঢাকাকে বা আবাসিক এলাকাকে নিরাপদ করতে নানা সিদ্ধান্ত নিয়েছিল। এরমধ্যে ৬টি বছর পর হল। সেখানে গিয়ে দেখা গেল অনেক কিছুঈ বাস্তবায়িত হয়নি শুধু নিহতদের উদ্দেশ্যে একটি স্মৃতি সৌধ নির্মাণ ছাড়া। পুরান ঢাকা তথা আবাসিক এলাকাকে নিরাপদ বাসযোগ্য করতে যেসব পদক্ষেপ নেয়া দরকার তা নিতে হবে এবং দ্রুত বাস্তবায়ন করতে হবে নয়তো পরবর্তীেত এর চে আর ও বড় ধরনের ঘটনা ঘটে যেতে পারে।

nimtoli trajediª
আজ ৬ষ্ঠ ট্র্যাজেডি দিবসে পরিবেশ বাচাঁও আন্দোলন এর নেতৃত্বে ১৮টি সংগঠন মানব বন্ধন করে । আলোচনায় অংশ নিয়ে একজন ভূক্তভূগি কান্নায় ভেঙ্গে পরে । পবার সাঃ সম্পাদক সহ আমিও সে মানব বন্ধনে ছিলাম । আমি সকল নিহতদের রুহের মাগফেরাত কামনা করি এবং যারা বেঁচে আছে ক্ষতি-গ্রস্থদের ক্ষতি পুরণ দাবি করি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে