baskhali.....

বিডি নীয়ালা নিউজ (৩রা  জুন ১৬) ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে উপজেলা নির্বাচনী কর্মকর্তাকে মারধর করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

চট্টগ্রামের পুলিশ সূত্র থেকে বলা হয়েছে এই মামলায় মিঃ চৌধুরীসহ ৩ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে পছন্দ অনুযায়ী ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ না করায় বুধবার স্থানীয় সংসদ সদস্য মিঃ চৌধুরী ও তার লোকজন উপজেলা নির্বাচনী কর্মকর্তা জাহিদুল ইসলামকে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে ডেকে নিয়ে গিয়ে মারধর করেন বলে মিঃ ইসলাম অভিযোগ করেছেন।

তবে মিঃ চৌধুরী ওই নির্বাচনী কর্মকর্তাকে মারধর করার অভিযোগ সাংবাদিকদের কাছে অস্বীকার করেছেন।

ঘটনার দিনই নির্বাচন কমিশনের বৈঠকে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত হয়।

এদিকে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে এই ঘটনার কারণে বাঁশখালীর ১১টি ইউনিয়নে শনিবারের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

BBC

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে