জি, এম স্বপ্না, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ রাজধানী হতে উত্তরবঙ্গের ২২ জেলার মানুষের চলাচলে গলার কাঁটা বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের জরাজীর্ণ নলকা সেতু।

অবশেষে আজ সোমবার বিকেলে নবনির্মিত নলকা সেতুর একলেন খুলে দেয়ায় ঈদযাত্রায় স্বস্থির নি:শ্বাস নিচ্ছে উত্তরের ঘরমুখো মানুষ।

ঈদ এলেই ঢাকা ফেরা উত্তরের যাত্রীদের যানজটর ভোগান্তির শিকার হতে হয়। তার উপর চলছে সাসেক- ২ প্রকল্পের আওতায় এলেঙ্গা হতে রংপুর পর্যন্ত প্রায় ১৯০ কি: মি: মহাসড়ক ৪ লেনে উন্নীত করনের কাজ।

বঙ্গবন্ধু সেতু পশ্চিশ হতে চান্দাইকোনা পর্যন্ত প্রায় ৩৫ কি: মি: মহাসড়কের মুলিবাড়ি,কড্ডার মোড়, নলকা মোড়, পাচলিয়া, হাটিকুমরুল, ঘুড়কা, ভুইয়াগাঁতীর প্রায় ৭ টি পয়েন্ট ঝুঁকিপুর্ণ।

সাসেক-২ প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান,ঈদ যাত্রা নির্বিঘ্ন আর ভোগান্তি দুর করতে ইতিমধ্যেই ঝুঁকিপুর্ণ বিভিন্ন পয়েন্টের রাস্তার কাজ প্রায় শেষ করা হয়েছে।

ঈদে ঘরমুখো মানুষদের বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে দিনরাত চলছে নলকা সেতুর কাজ। পুর্ব ঘোষনা অনুযায়ী এবারে মহাসড়কে যানজট কমাতে অবশেষে নলকা সেতুর একলেন খুলে দেয়া হয়েছে।

নলকা সেতু খুলে দেয়ায় নাড়ীর টানে বাড়ি ফিরতে উত্তরের যাত্রীদের দু:স্বপ্নের ঈদযাত্রা স্বপ্নে বাস্তবায়ন হতে যাচ্ছে। এদিকে মহাসড়কে যত্রতত্র গাড়ি পার্কিং, ইচ্ছামত গাড়ি থামানো সহ যানজট কমাতে হাইওয়ে পুলিশের চলছে অবিরাম তৎপরতা।

হাইওয়ে রিজিওন বগুড়া অফিস জানান,করোনার ২ বছরে স্বজনদের কাছ থেকে বিচ্ছিন্ন উত্তরের মানুষদের বাড়ি ফিরতে দুর্ভোগ আর ভোগান্তি কমাতে পুলিশের পক্ষ হতে নেয়া হয়েছে বিশেষ সতর্কতা ব্যবস্থা।

নলকা সেতুর নির্মান ঠিকাদার মীর আকতার কোম্পানীর প্রকল্প পরিচালক এখলাছ বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে ঘরমুখো উত্তরের যাত্রীদের দুর্ভোগের বিষয়টি মাথায় রেখেই দিবারাত্রি অবিরাম ভাবে চলছে নলকা সেতুর কাজ।

ঘরমুখো মানুষদের যেন ভোগান্তি আর যানজটে পড়তে না হয়,সেজন্য আপাতত নলকা সেতুর এক লেন খুলে দেয়া হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে