গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচন হাওয়া বইতে শুরু করেছে। বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার পূর্বেই নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে এক বৈঠক অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় বণিক সমিতির কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান জুবেদুর রহমান চৌধুরী ফারুক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপদেষ্টা পরিষদ ও বণিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি ছিলেন পৌরসভার প্রতিনিধি পৌর প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলাল, এসময় বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির সচিব মাওলানা শামছুল হুদা,  সদস্য আবুল কাহের শোয়া মিয়া, আমিনুর রশিদ মারুফ, খায়রুল ইসলাম জাহাঙ্গীর, উপদেষ্টা পরিষদের সদস্য হাজী আব্দুল জলিল সেলিম, হাজী সজ্জাদ আলী, হাজী ফখরুল ইসলাম, মাওলানা মুমিন আহমদ শাকিল, বণিক সমিতির সভাপতি আলেকুজ্জামান আলেক, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান চৌধুরী, সদস্য আবিদুর রহমান, আফতাব আলী, হাবিবুর রহমান সেলিম, কাওছার আহমদ, মাহবুবুর রহমান, মুজিবুর রহমান মুহিব প্রমুখ। উল্লেখ্য যে, ২০১৮ সালের ১০ ফেব্রুয়ারী গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩ বছর মেয়াদী এ কমিটির মেয়াদ শীঘ্রই শেষ হচ্ছে। মেয়াদ শেষ হওয়ার পূর্বে নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে এ সভা অনুষ্টিত হলো। হালনাগাদ ভোটার তালিকা কাজ শুরু হবে বলে সভায় জানানো হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে