গোলাপগঞ্জ প্রতিনিধি: আমাদের একা বেঁেচ থাকার সুযোগ নেই, কোন একটি এলাকায় পরিবেশ  বিপন্ন হলে এর প্রভাব শুধু আশপাশ এলাকাতেই ছড়িয়ে পড়ে না এক পর্যায়ে এক দেশের সীমানা পেরিয়ে অন্য দেশকেও আক্রান্ত করে। তাই কিছু করার আগে চিন্তা করতে হবে আমাদের কারণে অন্যের জীবন ঝুঁকির মধ্যে পড়ছে কি না। বাঁচতে হলে সবাইকে নিয়ে এক সাথেই বাঁচতে হবে। জলবায়ু ক্ষতির শিকার অঞ্চলগুলো শুধু নিজেদের কারণে আক্রান্ত হচ্ছে না প্রতিবেশী দেশের কারণে অনেক দেশে জলবায়ু সমস্যার সৃষ্টি হচ্ছে। একের জন্য অন্যের ক্ষতি হওয়ায় আজ পৃথিবীর বিভিন্ন জনপদ হুমকির মুখে। আমার গ্রাম আমার শহর এর অর্থ এই নয় যে সবগুলো গ্রাম শহর হয়ে যাবে। এর মূল অর্থ হচ্ছে গ্রামে বসে মানুষ শহরের সুবিধা লাভ করবে। গোলাপগঞ্জে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন শীর্ষক দিনব্যাপী কর্মশালায় সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আসলাম উদ্দিন প্রশিক্ষণ দান কালে উপরোক্ত কথা গুলো বলেন।

গতকাল বুধবার বেলা ১০টায়  গোলাপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার মামুনুর রহমানের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স  ইনোভেশন ইউনিট কর্তৃক স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইউপি সচিব, শিক্ষক, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন পেশার লোকজন নিয়ে অনুষ্টিত কর্মশালায় শিক্ষা, স্বাস্থ্য, জলবায়ু, পানির সুষম ব্যবহার, নারীর সমতা, দক্ষ জনশক্তির সৃষ্টি,  গ্রামীণ জীবন মানের উন্নয়ন, পতিত/ অনাবাদি জমিতে ফসল উৎপাদনসহ বিভিন্ন বিষয়ে দিনব্যাপী আলোচনা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাসের উপস্থাপনায় ও উপজেলা একাডেমীক সুপার ভাইজার আব্দুল হামিদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত কর্মশালায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে