ডেস্ক রিপোর্টঃ বিরোধী দল বিএনপি কি এবারো নির্বাচনে বিজয়ী হয়ে মেয়র পদটি ধরে রাখতে পারবে নাকি ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রথমবারের মতো এ পদটি জিতে নিবে- এমন কৌতূহলের মধ্যেই ভোট গ্রহণ শুরু হয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের।

আজ সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এটি চলবে বেলা চারটা পর্যন্ত।

কুমিল্লা সিটি কর্পোরেশনের দ্বিতীয় এ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক সাক্কু লড়ছেন দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে।

মিস্টার হক ২০১২ সালের নির্বাচনে তখনকার আওয়ামী লীগ প্রার্থী আফজল খানকে হারিয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন।

এবার মিস্টার খানের মেয়ে আনজুম সুলতানা সীমা আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বীটা করছে নৌকা প্রতীক নিয়ে।

এবারের নির্বাচনে মেয়র পদে মোট চারজন ও ২৭ টি ওয়ার্ডের বিপরীতে সাধারণ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মোট ১৫৪ জন প্রার্থী রয়েছেন।

নির্বাচনে মোট ভোটার রয়েছে ২ লাখ ৭ হাজার ৫৬৬ জন।

নির্বাচন উপলক্ষে কড়া নিরাপত্তাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন।

বি/বি/সি/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে