ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশের আকাশে গতকাল ১৪৩৮ হিজরির রজব মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ রজব মাস গণনা শুরু হলো। রজবের হিসাব অনুযায়ী ২৬ রজব অর্থাৎ ২৪ এপ্রিল সোমবার পবিত্র শবেমিরাজ। গত সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এ বি এম আমিন উল্লাহ নূরীর সভাপতিত্বে সভায় তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. মিজান উল আলম, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মো. ছাইফুল ইসলাম, অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ ইশতিয়াক হোসেনসহ বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

বি/পি/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে