কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের গাড়াগ্রাম বাসষ্ট্যান্ড সংলগ্ন রাস্তার দুইধারে গাছের গোলাই ও বাঁশ রেখে দীঘদিন ধরে অবৈধভাবে ব্যবসা করে আসতেছে একশ্রেণির অসাধু ব্যবসায়ী। রাস্তার দুইধারে বাঁশ ও গাছের গোলাই রাখার কারনে রাস্তা সংকীন হয়ে পড়ায় যানবহন কোসিং করার সময় যে কোন মুহর্তে বড় ধরনের দুঘটনাসহ প্রাণহানির ঘটনা ঘটতে পারে বলে এর দ্রুত সমাধান চেয়েছেন স্থানীয়রা। নাম প্রকাশ্যে অনইচ্চুক গাড়াগ্রাম বাসষ্ট্যান্ডের কয়েকজন ব্যক্তি জানান দলিরাম এলাকার কালু মিয়া ও মহব্বত মুন্সি পাগলাপীর ডালিয়া সড়কের গাড়াগ্রাম বাসষ্ট্যান্ড থেকে অল্পকিছু দুরে রাস্তার দুই সাইড বন্ধ করে দীর্ঘ কয়েক বছর ধরে ব্যবসা চালিয়ে আসছেন। তাদেরকে একাধিকবার বাঁশ সরানোর ব্যাপারে কথা বললে কোন গুরুত্ব দেননি এবং উল্টো বলেছেন আমরা সরকারী জায়গায় ব্যবসা করে আসছি আপনাদের ক্ষমতা থাকলে আমাদেরকে সরেদেন। ঠিক একই ভাবে বাংলাদেশ আওয়ামীলীগ গাড়াগ্রাম ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক রাজু মিয়া দলের প্রভাব খাটিয়ে ছমিলের গাছের গোলাই রাস্তা সাখে পালা করে রেখে যানবহন ও পথচারী চলাচলের ব্যাঘাত সৃষ্টি করছেন বলে অভিযোগ উঠেছে। গাছের গোলাই রাখার ব্যাপারে ছমিল মালিক রাজু মিয়ার সাথে সরেজমিনে গিয়ে সংবাদদাতার কথা হলে তিনি বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমান ও প্রধানমন্ত্রি শেখ হাসিনার টাঙ্গানো ছবির দিকে তাকিয়ে বলেন আপনি দেখে বুঝতে পারেননি আমি ২৬বছর ধরে আওয়ামীলীগ করি।গাড়াগ্রাম বাসষ্ট্যান্ড এলাকায় রাস্তার দুইধারে বাঁম ও গাছের গোলাই অপসরনে উপজেলা নির্বাহী অফিসারের আশুহস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী। এ ব্যাপরে উপজেলা নির্বাহী অফিসার নবিইল ইসলাম এর সাথে মুঠো-ফোনে যোগাযো্গ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসির্ভ করেনিনি। এ ব্যাপারে গাড়াগ্রাম ইউপি চেয়ারম্যান মারুক হোসেন অন্তিক এর সাথে মুঠো-ফোনে কথা হলে তিনি বলেন লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নিব।    

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে