কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় গত ২দিন ধরে গ্রামীণ ফোনের নেটওয়ার্কের অচল অবস্থা বিরাজ করছে ফলে গ্রাহকরা চরম ভোগান্তি শিকার হয়ে পড়েছে। জানাগেছে কিশোরগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে হঠাৎ ২দিন ধরে কোন কারন ছাড়াই গ্রামীণ ফোনের নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়, বন্ধ হওয়ার ফলে গ্রামীণ ফোনের গ্রাহকরা গোটা দেশের সাথে তাদের যোগাযোগ থেকে বিছিন্ন হয়ে পড়েন। নেটওয়ার্ক না থাকার ফলে গ্রাহকরা তাদের জরুরী কাজকর্ম করতে না পাড়ায় নানাবিধ সমস্যায় পড়তে হয়েছে । ২দিন ধরে গ্রামীণ ফোনের নেটওয়ার্কের অচল অবস্থা হওয়ার কারনে ইন্টারনেট সংযোগ বিছিন্ন হয়ে পড়েছে এছাড়া ওয়াইফাই,বোডব্যান্ড সংযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। অপর দিকে ইন্টারনেট এবং ফেøক্সি-লোড,

বিকাশ,ডাচবাংলা,নগত,সহজ ক্যাশ, উপায়সহ অন্যান্য অনলাইন মোবাইল ব্যাংকিং ব্যবসায়ীরা লেনদেন করতে পারতেছেন না। গ্রামীন ফোন গ্রাহক তহিদুল ইসলাম জানান আমার মেয়ে ঢাকায় গার্মেন্টস এ চাকুরী করে ৩দিন ধরে মেয়ের সাথে যোগাযোগ করতে পারছিনা, একই কথা বলন মাগুড়া উত্তর পাড়া গ্রামের মজিবর রহমান তার ছেলে টাকায় একটি বেসরকারী কোম্পানিতে চাকুরী করে নেটওয়ার্ক না থাকার কারনে ছেলের সাথে কথা বলতে না পারায় অনেক সমস্যা হয়েছে। মাগুড়া বাসষ্ট্যান্ড এয়ার টেলিকম এর স্বত্তাধিকারী আঃ এয়ার জানান গ্রামীণ ফোনের নেটওয়ার্কের অচল অবস্থা হওয়ার ফলে ২দিন ধরে কোন প্রকার লেন-দেন করতে পারি নাই,এইক কথা বলেন মা টেলিকমের মালিক আনোয়ার হোসেন ২দিন ধরে দোকান বন্ধ রেখেছি নেটওয়ার্ক না থাকার করনে ব্যবসা করতে পারতেছিনা। নেটওয়ার্ক অচল অবস্থা সংক্রান্ত ব্যাপারে গ্রামীণ ফোন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করা করলে নেটওয়ার্ক না থাকার কারনে তা সম্ভব হয়নি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে