শাকিব খান নির্ভর নায়িকা হিসেবে ঢাকাই ছবিতে পরিচিত শবনম বুবলী। ক্যারিয়ারে মুক্তিপ্রাপ্ত সবকটি ছবিতেই তার নায়ক ছিলেন কিং খান। আর তা হবেই না কেন? শাকিবের হাত ধরেই তো বড় পর্দায় পা রাখেন নায়িকা। বসগিরি ছবির নায়িকা বরাবরই বলে এসেছেন শাকিব খান তার অভিভাবক।

প্রায় ১১ মাস লোকচক্ষুর আড়ালে ছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রী। চলতি বছরের প্রথম দিকে নিজের অবস্থানের জানান দেন তিনি। দুই নায়ক নিরব ও রোশানের বিপরীতে নতুন একটি ছবিতে অভিনয় করেন বুবলী। আগামী ১ অক্টোবর তার অভিনীত ‌‘চোখ’ ছবিটি মুক্তি পাচ্ছে।

শাকিব ছাড়া অন্য নায়কদের সঙ্গে নিজের রসায়ন প্রসঙ্গে বুবলী গণমাধ্যমকে বলেন, ‘আমি ক্যারিয়ারের শুরু থেকেই শাকিবের সঙ্গে পর পর ছবি করায় অনেক দর্শক আমাকে শাকিবের সঙ্গে দেখেই অভ্যস্ত। কিন্তু অনেকেই প্রশ্ন তুলেছিলেন, আমি কেন শাকিব ছাড়া কারও সঙ্গে কাজ করছি না। অন্য নায়কদের সঙ্গে রসায়নের ব্যাপারটা তোলা থাক, আর মাত্র তো কিছু দিনের অপেক্ষা। দর্শক হলে গিয়েই দেখবেন।’

এদিকে সিনেমা প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাকে জিজ্ঞাসা করা হয়, আরব্য উপন্যাসের গল্পের মতো ‘আলাদিনের চেরাগ’ পেলে সিনেমার উন্নতির জন্য কোন তিনটি ইচ্ছের কথা প্রকাশ করবেন? জবাবে বুবলী জানান, প্রথমে সিনেমার জন্য বাজেট চাইতাম। তারপর সিনিয়র-জুনিয়র সবাইকে নিয়ে বসতাম, বাজেটটা সিনেমার উন্নতির জন্য কীভাবে কাজে লাগানো যায়। সেটা হল সংস্করণ কিংবা গল্পের প্রয়োজনে হোক। আমাদের এখানে কিন্তু স্ক্রিপ্টের অভাব নেই কিন্তু প্রায়ই শুনি স্ক্রিপ্ট রাইটারদের এবং গীতিকবিদের নাকি সেভাবে টাকা দেওয়া হয় না। এমন অবস্থায় একটা ভালো গল্প কিংবা গানের কথা কীভাবে আসবে? এমন সব সমস্যার জন্য ডিপার্টমেন্ট অনুযায়ী বাজেট ভাগ করে দিতাম, যেভাবে সিনেমার উন্নতি করা করা যায়।

দ্বিতীয়ত চাইতাম, সবার মধ্যে যেন সুস্থ কাজের প্রতিযোগীতা থাকে। কারও মধ্যে যেন রেষারেষি না থাকে। কারও পিছনে কথা না বলে যেন সবাই পজিটিভভাবে কাজ নিয়ে থাকি, এই মানসিকতা যেন সবার মধ্যে দিয়ে দেয়।

আর তৃতীয়ত চাইতাম, বাংলাদেশের সমস্ত ইন্টারনেট বন্ধ হয়ে যাক। বাইরের সঙ্গে সব যোগাযোগ বন্ধ হয়ে যাক, তাহলে সবাই বাংলা সিনেমা দেখবে। বাংলাদেশের সব কিছুর খবর নেবে।

প্রসঙ্গত, নির্মাতা আসিফ ইকবাল জুয়েলের প্রথম ছবি ‘চোখ’। গল্পটা থ্রিলার, কিছুটা ভৌতিক ব্যাপারও আছে। শাপলা মিডিয়ার প্রযোজনায় এতে পুরোপুরিভাবে ওয়েস্টার্ন ও করপোরেট টাইপের গেটআপে পাওয়া যাবে বুবলীকে।

সম্প্রতি সৈকত নাসিরের ‘তালাশ’ ছবির কাজ শেষ করেছেন বুবলী। এ ছবিতে তার সহশিল্পী আদর আজাদ ও আসিফ। ছবির ডাবিং এখনো বাকি রয়েছে। সবকিছু ঠিক থাকলে দ্রুতই ছবিটি মুক্তি পাবে। এছাড়াও ‘লিডার আমিই বাংলাদেশ’ ছবির কাজ এ মাসেই শেষ হয়ে যাবে। ‘রিভেঞ্জ’ ছবির কাজও প্রায় শেষের দিকে। আগামী মাসের শুরুর দিকে শিডিউল দিয়েছেন নায়িকা। মূলত লকডাউনের কারণেই কাজগুলো আটকে ছিলো।

RtV/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে