পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আফগানিস্তানে আটকেপড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার চেষ্টা করছে সরকার। বৃহস্পতিবার (২৬ আগস্ট) নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ড. মোমেন বলেন, আফগানিস্তান থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার বিষয়ে বিস্তারিত বলতে চাই না। তাহলে ফিরিয়ে আনার প্রক্রিয়া আটকে যাবে।

তিনি বলেন, আটকেপড়া নাগরিকদের ফিরিয়ে আনতে উজবেকিস্তান মিশন কাজ করছে। আমরা সেখানে আটকেপড়া সব বাংলাদেশিকে ফিরিয়ে আনতে চাই। যেখানেই আমাদের দেশের নাগরিকরা আটকাপড়ে, সেখান থেকে ফিরিয়ে আনা আমাদের দায়িত্ব।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তানে ব্র্যাকের বেশ কিছু লোক রয়েছে। আমরা ছয় সপ্তাহ আগে ব্র্যাককে সতর্ক করেছিলাম, যে তারা যেন ফিরিয়ে নিয়ে আসে।  

ban/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে