মোঃ কাওছার হামিদ কিশোরগঞ্জ(নীলফামারী) থেকে,
গঙ্গঁচড়া উপজেলার পাগলাপীর ডালিয়া সড়কের চন্দনের হাট সংলগ্ন রাস্তায় মটর সাইকেলের ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ঈদেও দিন দপুর ১টায়। নিহত মহিলার নাম শোভা রানী (৪০) স্বামী তৈলাক্ষ্য চন্দ্র রায়,বাড়ী গঙ্গঁচড়া উপজেলার আলদাদপুর গ্রামে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় রংপুর থেকে ৩ জন যুবক দুরত্ব গতিতে বেপরোয়া ভাবে মটর সাইকেল যোগে পাগলাপীর ডালিয়া সড়ক হয়ে জলঢাকা যাচ্ছিল, চন্দনের হাট নামক স্থানে এলে আঁখ ক্ষেত থেকে আাঁখের পাতা নিয়ে বের হয়ে ঐ মহিলা সড়কে উঠতেছিল হঠাৎ করে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলে মহিলাকে ধাক্কা দিলে ঘটনা স্থলে তার মৃত্যু ঘটে। মটর সাইকেল আরোহীদের নাম স্বপন পিতা ধীরেন,সুমন,পিতা আজাহর, রমজান পিতা সেকেন্দার তাদের উভয়ের বাড়ী রংপুরের তাজহাট এলাকায়।

মটর সাইকেলে থাকা ৩ যুককের মধ্যে একজনের অবস্থা আসংখ্যা জনক হলে তাকে তাৎক্ষনিক রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। বাকী দুই যুবক ও দূর্ঘটনা কবলিত মটর সাইকেলসহ তাদেরকে আটক করা হয়েছে। এ ব্যাপারে গঙ্গাচড়া থানার অফিসার ইনচার্জ জিন্নাত হোসেনের সাথে মুটোফোনে কথা হলে তিনি জানান দূর্ঘটনার বিষয়টি আমাকে কেউ জানায়নি তবে ঘটনাটি তারা পারিবারিক আপোষ করছেন। বেতগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জান লিপটনের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।
মটর সাইকেল ধাক্কায় এক মহিলার মৃত্যু
মোঃ কাওছার হামিদ কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধি॥
গঙ্গঁচড়া উপজেলার পাগলাপীর ডালিয়া সড়কের চন্দনের হাট সংলগ্ন রাস্তায় মটর সাইকেলের ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ঈদেও দিন দপুর ১টায়। নিহত মহিলার নাম শোভা রানী (৪০) স্বামী তৈলাক্ষ্য চন্দ্র রায়,বাড়ী গঙ্গঁচড়া উপজেলার আলদাদপুর গ্রামে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় রংপুর থেকে ৩ জন যুবক দুরত্ব গতিতে বেপরোয়া ভাবে মটর সাইকেল যোগে পাগলাপীর ডালিয়া সড়ক হয়ে জলঢাকা যাচ্ছিল, চন্দনের হাট নামক স্থানে এলে আঁখ ক্ষেত থেকে আাঁখের পাতা নিয়ে বের হয়ে ঐ মহিলা সড়কে উঠতেছিল হঠাৎ করে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলে মহিলাকে ধাক্কা দিলে ঘটনা স্থলে তার মৃত্যু ঘটে। মটর সাইকেল আরোহীদের নাম স্বপন পিতা ধীরেন,সুমন,পিতা আজাহর, রমজান পিতা সেকেন্দার তাদের উভয়ের বাড়ী রংপুরের তাজহাট এলাকায়।

মটর সাইকেলে থাকা ৩ যুককের মধ্যে একজনের অবস্থা আসংখ্যা জনক হলে তাকে তাৎক্ষনিক রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। বাকী দুই যুবক ও দূর্ঘটনা কবলিত মটর সাইকেলসহ তাদেরকে আটক করা হয়েছে। এ ব্যাপারে গঙ্গাচড়া থানার অফিসার ইনচার্জ জিন্নাত হোসেনের সাথে মুটোফোনে কথা হলে তিনি জানান দূর্ঘটনার বিষয়টি আমাকে কেউ জানায়নি তবে ঘটনাটি তারা পারিবারিক আপোষ করছেন। বেতগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জান লিপটনের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে