ডেস্ক রিপোর্টঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণের জন্য প্রস্তুতি চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এতে ছয়টি আসনের মোট ৮৪৫টি ভোটকেন্দ্রে ইভিএম ব্যবহৃত হবে বলে জানা গেছে। প্রতি মেশিনের বিপরীতে সর্বোচ্চ ৪৫০ জন ভোটার রাখা হবে।

ইভিএম ব্যবহার বিষয়ে নির্বাচন কমিশনের নির্দেশনা বৃহস্পতিবার সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাঠানো হয়েছে। এতে জানা যায়, নির্ধারিত ছয় আসনের জন্য কক্ষ প্রতি ভোটার বিন্যাস ৪০০ থেকে ৪৫০ এর মধ্যে সীমাবদ্ধ রেখে ভোটকেন্দ্রের গেজেটে ভোটকক্ষের সংখ্যায় ও প্রয়োজনীয় ক্ষেত্রে অস্থায়ী কক্ষের সংখ্যায় সংশোধনের প্রস্তাব পাঠানো হয়েছে।

জানা গেছে, ছয় আসনে ৮৪৫টি ভোটকেন্দ্র এবং ৫ হাজার ৫১টি ভোটকক্ষ থাকবে। প্রতি কক্ষে একটি করে ইভিএম ব্যবহার করা হবে। এ কার্যক্রমে মোট প্রিজাইডিং অফিসার ৮৮৭, সহকারী প্রিজাইডিং অফিসার ৫ হাজার ৩০৪ এবং পোলিং অফিসার ১০ হাজার ৬০৮ জন থাকবেন।

২০১০ সাল থেকে স্থানীয় নির্বাচনে এই ভোটযন্ত্র ব্যবহার করা হলেও এবারই প্রথমবারের মতো সংসদ নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ চালু করছে ইসি।

K/K/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে