us back to bangladeshi cityzen

বিডি নীয়ালা নিউজ( ২৭ই জুলাই ২০১৬ইং)-ডেস্ক রিপোর্টঃ  অবৈধভাবে প্রবেশের অভিযোগে ৪০ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার গভীর রাতে যুক্তরাষ্ট্রের একটি বিশেষ ফ্লাইটে করে তাদের ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়। গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো যাত্রীদের বেশিরভাগই সিলেট অঞ্চলের বাসিন্দা।

সংশ্লিষ্ট বিমানবন্দর সূত্রে জানা গেছে, ফেরত পাঠানো ব্যক্তিরা বিভিন্ন সময়ে স্থলপথে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর সেদেশের পুলিশের হাতে আটক হয়। পরে ৪-৫ বছর যুক্তরাষ্ট্রের কারাগারে সাজা ভোগের পর তাদের ফেরত পাঠায় মার্কিন কর্তৃপক্ষ।

বিমানবন্দর আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী কমিশনার তানজিন আক্তার জানান, ৬৭ জন যাত্রী নিয়ে মঙ্গলবার গভীর রাতে যুক্তরাষ্ট্রের একটি বিশেষ ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। পরে ৪০ বাংলাদেশিকে নামিয়ে দিয়ে বাকি ২৭ জন ভারতীয়কে নিয়ে রাত আড়াইটার দিকে ফ্লাইটটি ভারতের উদ্দেশ্যে রওয়ানা হয়

 

bdnews24

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে