kalyanpur_militants_640x360_dhakametpolice_

বিডি নীয়ালা নিউজ( ২৭ই জুলাই ২০১৬ইং)-ডেস্ক রিপোর্টঃ ঢাকার কল্যাণপুরের অভিযানের ঘটনায় ১০জন সহ অজ্ঞাতনামা আরো অনেকের নামে মামলা হয়েছে।

এদিকে তাজ মঞ্জিল নামের ঐ বাড়ির মালিকের স্ত্রীকে আশ্রয়দাতা হিসেবে পুলিশ আটক করেছে তাকে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারি কমিশনার কাজী মাহাবুবুল আলম বিবিসি বাংলাকে বলেছেন ঐ অভিযানে যে একজনকে আটক করা হয়েছে তার কাছ থেকে তথ্য নিয়ে মামলা করা হয়েছে।

মি. আলম বলছিলেন আটককৃত ব্যক্তি পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে অন্তত নয়জন তাদের কাছে বিস্ফোরক সরবরাহ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতো। তাই আটককৃত ব্যক্তি সহ ১০ জন এবং অজ্ঞাতনামা আরো অনেকের নামে মামলা করা হয়েছে।

এদিকে পুলিশ বলছে বাড়ীর মালিকের স্ত্রী ঐ ভবনের সব ভাড়াটিয়াদের সাথে যোগাযোগ রাখতেন। এবং ভাড়া আদায় করার কাজ তিনিই করতেন।

পুলিশ কর্মকর্তা মি. আলম বলছেন মূলত আশ্রয়দাতা হিসেবে তাকে আটক করা হয়েছে। এছাড়া তাকে জিজ্ঞাসাবাদ করা হবে আরো তথ্যের জন্য।

সোমবার দিবাগত রাতে ঢাকার কল্যাণপুরে একটি কথিত জঙ্গি আস্তানায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ জন সন্দেহভাজন জঙ্গি নিহত ও আটক হয় একজন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে