জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ সাহিত্যের পরিসীমা আমাদের পথচলা ,এই প্রতিপাদ্য নিয়ে সৈয়দপুরে অনুষ্ঠিত হল সাপ্তাহিক সাহিত্য আসরের ২৩০তম আসর। বৃহস্পতিবার ৩ ফেব্রুয়ারী রাতে সৈয়দপুর শহরের শিল্প সাহিত্য সংসদের হলরুমে জুম অ্যাপসের মাধ্যমে অনুষ্ঠিত আসরে সভাপতিত্ব করেন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আসরের কার্যকারী সভাপতি আনোয়ারুল ইসলাম। আসরটি পরিচালনা করেন আসরের সহ-সম্পাদক ডেইজী আদানী।

আলোচনায় অংশ নেন আসরের সাধারণ সম্পাদক ও শিল্প সাহিত্য সংসদের সাহিত্য সম্পাদক কথা সাহিত্যিক আকমল সরকার রাজু,মাশরুমের জনক আজিজুল ইসলাম,আসরের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোজাহারুল ইসলাম মাজহার জিএম কামরুল হাসান,কাজী আনিছুর রহমান,মীর সরওয়ার আলী মুকুল প্রমুখ। আসরে উপস্থিত ছিলেন শহরের ব্যবসায়ী,বিভিন্ন রাজনীতিক ব্যক্তি,শিক্ষার্থীসহ বিভিন্ন পেশা শ্রেণির ব্যক্তিগণ।
আসর শেষে আসরের সদস্যরা গান,কবিতা কৌতুক ও নাচে গেয়ে আসরকে মাতিয়ে তোলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে