জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারী সৈয়দপুরে ভেকু মেশিন দিয়ে মাটি কাটার দায়ে ময়নুল ইসলাম নামে এক ব্যক্তির ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ মঙ্গলবার(১০ জানুয়ারী) দুপুরে উপজেলার খাতামধুপুর ইউনিয়নে সরদার পাড়ায় ভেকু মেশিন দিয়ে সরকারি কৃষি খাস জমির মাটি কাটার অপরাধে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম এই জরিমানা করেন। সেখানে একটি ভেকু মেশিন দিয়ে ৯টি ট্রাক মাটি বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল। অভিযুক্ত ব্যাক্তি রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার বাঙ্গালীপুর গ্রামের হামিদুল ইসলামের ছেলে ময়নুল ইসলাম।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আমিনুল ইসলাম বলেন, কৃষি জমির মাটি কেটে ইট ভাটার বিক্রির অভিযোগের সরেজমিনে ঘটনা প্রমানিত হয়। এই অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হযেছে এবং কৃষি জমির মাটিকাটা বন্ধ করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে