জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা নদী চরাঞ্চলের সোনাখুলী এলাকার কনকনে শীতের কবলে থাকা পাঁচশ ৩৫ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণ করেছে সেনাবাহিনীর ৬৬ পদাতিক রংপুর ডিভিশন।

শীতকালীন প্রশিণরত ৬৬ ফিল্ড ইল্টেলিজেন্স ইউনিটের তত্ত্বাধায়নে শনিবার(৩১ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত অধিনায়ক মেজর শাকিল আহমেদের নেতৃত্বে উক্ত কম্বল বিতরণ করা হয়। এছাড়া সোনাখুলি কেয়ারবাদ মাদ্রাসার ৩৫ জন ছাত্রকে একটি করে কম্বল দেয়া হয়েছে বলে সেনাবাহিনীর একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জানা যায়, শীতবস্ত্র বিতরণের পাশাপাশি সেনাবাহিনী ৬৬ পদাতিক রংপুর ডিভিশন শীতকালীন প্রশিক্ষণ এলাকায় অসহায়, দুঃস্থ ও গরীব মানুষের মাঝে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন কর্মসূচি পরিচালনা করে আসছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে