সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের ৮ নং সলঙ্গা ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার বেলা ১১ টায় সলঙ্গা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সচিব বাসুদেব ঘোষ এর সঞ্চালনায় উক্ত বাজেট ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৮ নং সলঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান তালুকদার।

সভায় ইউপি সচিব বাসুদেব ঘোষ আগামী অর্থ বছরের খসড়া বাজেট উপস্থাপন কররেন। বাজেটে মোট ২ কোটি ২০ লাখ ৮৭ হাজার টাকা আয় ও ব্যয় ২ কোটি ১৮ লাখ ৩৭ হাজার টাকা দেখানো হয়েছে। বাজেটে উদ্বৃত্ত ধরা হয়েছে ২ লাখ ৫০ হাজার টাকা।

বাজেট আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম হোসেন, সলঙ্গা ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, ইউনিয়ন যুব লীগের যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোতালেব হোসেন, শ্রমিক লীগ নেতা ছানোয়ার হোসেন, কৃষকলীগ নেতা নজরুল ইসলাম সহ অনেকে। এ ছাড়াও সলঙ্গা ইউনিয়ন পরিষদের ১২ জন সদস্য উপস্থিত ছিলেন।এরা হলেন, আফরোজা খাতুন, নাজমা খাতুন,হাওয়া খাতুন, রফিকুল ইসলাম মন্টু,শরিফুল ইসলাম, মীর খালেক, শরীফুল ইসলাম শরীফ, আ: বারীক, ওবায়দুল হক সুজন, শহীদুল ইসলাম, দেলোয়ার হোসেন, মনিরুজ্জামান মনি।

বাজেট আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান তালুকদার বলেন, ইউনিয়নবাসীর ট্যাক্স এর মাধ্যমে ইউনিয়নে অনেক উন্নয়ন করা সম্ভব। আপনারা সকলেই সময় মতো কর পরিশোধ করবেন।

তাহলে সরকারের উন্নয়নের পাশাপাশি ইউনিয়ন পরিষদের মাধ্যমেও আপনাদেরকে আরো উন্নত সেবা দিতে পারবো। তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

উক্ত বাজেট সভায় স্থানীয় ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা পেশার জনগণ উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে