মোঃ ফরহাদ হোসেন, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬ টি এলাকা ও নদী বি-ধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প ও সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় চারটি ইউনিয়নের ৩৪ জনকে তিনটি করে মোট ১০২ টি ভেড়া এবং সারিয়াকান্দি পৌরসভা সহ নয়টি ইউনিয়নের ১৫০ জনকে ১টি ঘর সহ ২০ টি করে মোট ৩০০০ হাঁস বিতরন করা হয়েছে।

২৭ মে শনিবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শাহ আলম। প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ তমাল মাহমুদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা পূজা রাণী কুন্ডু, উপজেলা আ’লীগের সাবেক দপ্তর সম্পাদক রেজাউল করিম, কৃষকলীগের সভাপতি সাইফুল ইসলাম দুখু সহ সাংবাদিক বৃন্দ, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ এবং সুফলভোগীরা প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে