আতিকুর রহমান আতিক, লালপুর প্রতিনিধিঃ নাটোরের লালপুর উপজেলার রঘুনাথপুর বাজার বনিক সমিতির সভাপতি ও আড়বাব ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল মান্নান (সার্জেন্ট অবঃ) এর বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন করেছে রঘুনাথপুর বাজার বনিক সমিতি এবং এলাকাবাসি।

সোমবার (২৮ নভেম্বর )বিকালে উপজেলার রঘুনাথপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন রঘুনাথপুর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক ও ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য শাহীনুল ইসলাম শাহীন, আবুল কালাম আজাদ, হাবিবুর রহমান, রওশনারা বেগম, রেজাউল করিম, আমিনুল ইসলাম প্রমূখ।

জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর উপজেলা আড়বাব ইউনিয়নের চৌমুহনী আলতাব আলীর বাড়ি থেকে একটি গবাদি পশু চুরি হয়। এ ঘটনায় ৫ চোরকে শনাক্ত করেছে স্থানীয়রা।

মানববন্ধনে বক্তারা জানান, গত ২১ নভেম্বর সোমবার সন্ধায় গরু চোর মিঠুনকে (২২) রঘুনাথপুর বাজারে চাকু সহ আটক করে মারধরের ঘটনায় মিঠুনের বাবা বাদি হয়ে আব্দুল মান্নান সহ ৮ জনের বিরুদ্ধে নাটোর আদালতে মামলা করলে ২৬ নভেম্বর বিকেলে রঘুনাথপুর বাজার থেকে আব্দুল মান্নানকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। বক্তারা অবিলম্বে বনিক সমিতির সভাপতি আব্দুল মান্নান সহ অন্যান্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে