শ্রী ঃ মিশুক চন্দ্র ভুঁইয়া, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী জেলা গলাচিপা উপজেলা থানাধীন চিকনিকান্দী ইউনিয়ন আওয়ামী লীগ এর ত্রিবার্ষিক সম্মেলন – ২০২২ অনুষ্ঠিত।

সোমবার (২৮ নভেম্বর) চিকনিকান্দী মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বেলা ১১টায় জাতীয় পতাকা ও দলিও পতাকা উত্তোলন এর মধ্যে দিয়ে ত্রিবার্ষিক সম্মেলন প্রথম অধিবেশন শুরু হয়।

এসময় সভায় সভাপতিত্বে করেন জনাব জসিম উদ্দিন বাবুল। প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর। অনুষ্ঠান উদ্বোধন করেন গলাচিপা উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি অধ্যাপক সন্তোষ দে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তোফা টিটো। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান,গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক মু. সাহিন,নব নির্বাচিত জেলা পরিষদ সদস্য মাইনুল ইসলাম রনো,উপজেলা আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক ,গলাচিপা পৌর মেয়র আহসানুল হক তুহিন, গলাচিপা উপজেলা আওয়ামী লীগ,জনাব সাজ্জাদ হোসেন রিয়াদ কৃষি বিষয়ক সম্পাদক,গলাচিপা উপজেলা আওয়ামী লীগ চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ। আজিজুল ইসলাম বাবুল সহ জেলার বিভিন্ন নেতৃবৃন্দ ও উপজেলা আওয়ামী লীগ এর সকল পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গলাচিপা উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি অধ্যাপক সন্তোষ দে।গলাচিপায় পটুয়াখালীর গলাচিপায় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশ তুরাস্ক ফ্রেন্ডশীপ স্কুল মাঠে বিভিন্ন প্রতিষ্ঠানের শত শিক্ষার্থী, শিক্ষক, গবেষক, সুধী, সাংবাদিকদের নিয়ে সপ্তাহব্যাপী বিজ্ঞান প্রযুক্তি ও অলিম্পিয়াড উদযাপন-২০২২ শুভ উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত) মো. মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, গলাচিপা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নিজাম উদ্দিন, মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মোহাম্মদ সালাম ও গলাচিপা প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয় প্রমুখ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আবুল কালাম সাঈদ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি ও নির্বাহী অফিসার বলেন, আগামী বিশ্বকে আরও গতিময় ও সৃষ্টিশীল নতুন উদ্ভাবনি গবেষণা নিয়ে সাইন্স বা বিজ্ঞান কে ভালো বাসতে হবে‌। শিক্ষা জীবন হচ্ছে স্বর্ণময়। এই সময়ে সকলকে ভবিষ্যৎ স্বপ্ন নিয়ে নতুন কিছু আবিষ্কার করতে হবে। বিজ্ঞান ছাড়া প্রত্যেক মানুষের জীবন যাত্রাপথ অচল। জীবনকে অপরিসীম অধ্যবসায় চেষ্টা দিয়ে আগামী সময়কে অমৃত সম্ভাবনা ও দেশের মান উজ্জ্বল করতে হবে। বর্তমান বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার, শিক্ষার সকল পর্যায়ে যে সহায়তা দিয়ে যাচ্ছে, তার সুফল একদিন দেশকে এবং শিক্ষার্থীর জীবনকে জাগ্রত করবে‌। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও শিক্ষার্থীর অভিভাবকসহ আগ্রহী সুশীল সমাজ অংশ নেয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে