জি,এম স্বপ্না, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউপির রামেশ্বরগাঁতী নুরানিয়া কওমি হাফিজিয়া মাদ্রাসায় ১০ জন ছাত্র-ছাত্রীদের মাঝে কোরআন শরিফ তুলে দিয়য়ে সবক দেন অত্র মাদ্রাসার শিক্ষক মাও: মুফতি রহমতুল্লাহ সাহেব ও মাও: আ: শুকুর মাহমুদ।

এদিকে কোমলমতি ছেলে মেয়েরা কোরআন শরিফ হাতে নিয়ে ব্যাপক খুশি ও আনন্দিত জানা যায়, আজ শনিবার (৮ অক্টোবর) সকাল ১১ টায় অত্র মাদ্রাসার ক্লাস রুমে ছাত্র ছাত্রী ও অভিভাবক এবং এলাকার সচেতন নাগরিক গন, মাদ্রাসা কমিটির সকলকে নিয়ে এক বিশাল কোরআনি মিলন মেলার আয়োজন করা হয়।

এখানে মাদ্রাসার উন্নয়ন মূলক এবং মাদ্রাসার শিক্ষার্থীদের লেখা পড়ার মান উন্নয়ন সহ ইসলামী আলোচনা করেন, মাওলানা মুফতি রহমতুল্লাহ ও শুকুর মাহমুদ।

এই কোরআনি অনুষ্ঠানে এলাকার সচেতন মুসলিম জনতার এক অংশ উপস্থিত থেকে বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করেন। শেষে ছাত্র- ছাত্রীদের হাতে কোরআন শরিফ তুলে দিয়ে সবক প্রদান করেন।

পরে মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষ করে উপস্থিত সভ্যগনের মাঝে প্যাকেটজাত খাবার পরিবেশন করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে